# Tags
#Blog

Howrah- Digha Trains: দিঘা যাওয়ার একাধিক ট্রেনের সময় বদল! কখন কোন ট্রেন ছাড়বে?

Howrah- Digha Trains: দিঘা যাওয়ার একাধিক ট্রেনের সময় বদল! কখন কোন ট্রেন ছাড়বে?
Listen to this article


অয়ন ঘোষাল: শনি-রবি ছুটি থাকলেই ব্যাগ গুছিয়ে বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণ স্থান দিঘায় ছুটে যান অনেকেই। সারা বছরই বাংলার এই সমুদ্র সৈকতে ভিড় লেগে থাকে। ভারতীয় রেলও ভিড় সামলাতে হিমশিম খায়। এবার বদল ঘটল দিঙা যাওয়ার একাধিক ট্রেনের সময়সূচির। 12857 হাওড়া- দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস শুক্রবার ( ২ অগাস্ট) ৬.৪৫ ঘন্টার পরিবর্তে ১০.৩০ টায় হাওড়া থেকে ছেড়ে যাবে। 

আরও পড়ুন, Bengal Safari Park: আকবর বদলে হল সুরজ, সীতার নাম তনয়া! সাফারির সিংহ-যুগল এবার ‘চাপ’হীন…

12858 দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ১০.৩৫ ঘন্টার পরিবর্তে ১৪.২০ টায় দিঘা থেকে ছাড়বে। 22897 হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস ২ অগাস্ট ১৪.২৫ ঘন্টার পরিবর্তে ১৮.১০ -এ হাওড়া থেকে ছাড়বে বলে জানিয়েছে রেল। 2021 হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস দেরিতে আসার কারণে হাওড়া থেকে ৯ টায় ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

ইতোমধ্যেই পূর্ব রেলের তরফে কলকাতা থেকে দিঘা একটি বিশেষ ট্রেন পরিষেবা ট্রেন চালু করা হচ্ছে। ৩০০০ বার্থ এবং ১০ হাজার আসন বিশিষ্ট একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। কলকাতা স্টেশন থেকে দিঘা এবং ফিরতি পথে দিঘা থেকে কলকাতা স্টেশন পর্যন্ত এই ট্রেন চালু করা হচ্ছে। 03161 কলকাতা- দিঘা স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে।

আগে মালদহ থেকে বিশেষ কোনও ট্রেন সরাসরি দিঘা পর্যন্ত ছিল না। যা নিয়ে আক্ষেপ ছিল। এই অবস্থায় আগামী শনিবার থেকেই মালদহ টাউন-দিঘা এবং রবিবার দিঘা-মালদহ টাউন যাওয়ার বিশেষ ট্রেন অতিরিক্ত পাঁচটি ট্রিপেও চালানো হবে। 

আরও পড়ুন, Bengal Weather: ভারী ও অতি ভারী বৃষ্টিতে ভাসছে বাংলা! কতদিন পর্যন্ত চলবে বর্ষা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal