NOW READING:
বিরাট, ক্রুণালের অর্ধশতরান, দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আরসিবি
April 27, 2025

বিরাট, ক্রুণালের অর্ধশতরান, দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আরসিবি

বিরাট, ক্রুণালের অর্ধশতরান, দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আরসিবি
Listen to this article


নয়াদিল্লি: রোমাঞ্চকর আরও একটা ম্যাচ। ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে হেরে গেল দিল্লি ক্যাপিটালস। বিরাট, ক্রুণালের অর্ধশতরানের ওপর ভর করে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল আরসিবি। ১৬৩ রান তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে গেল আরসিবি। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে চলে গেল রজত পাতিদারের দল। 

১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেথেল ও বিরাট কোহলি ওপেনিংয়ে জুটি বেঁধেছিলেন। এদিন উইকেট ব্যাটারদের জন্য প্রথম ইনিংসে একটু কঠিন ছিল। সেই কথা ভেবেই অক্ষর পটেল নিজেই বল হাতে প্রথম আক্রমণে আসেন। বেশ চাপেই রাখছিলেন বিরাটকে। ব্যাটই চালানোর সুযোগ পাচ্ছিলেন না দুই ওপেনার। ৬ বলে ১২ রান করে অক্ষরের শিকার হন বেথেল। 

আরও দেখুন



Source link