NOW READING:
৯ নম্বরে ধোনিকে ব্যাট করতে দেখেই ক্ষেপে গেলেন ভারতীয় দলে তাঁর প্রাক্তন ২ সতীর্থ
March 29, 2025

৯ নম্বরে ধোনিকে ব্যাট করতে দেখেই ক্ষেপে গেলেন ভারতীয় দলে তাঁর প্রাক্তন ২ সতীর্থ

৯ নম্বরে ধোনিকে ব্যাট করতে দেখেই ক্ষেপে গেলেন ভারতীয় দলে তাঁর প্রাক্তন ২ সতীর্থ
Listen to this article


চেন্নাই: আরসিবির বিরুদ্ধে ব্যাট হাতে ১৬ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনটি বাউন্ডারি ও দুটো ছক্কাও ছিল সেই ইনিংসে। তবে ম্য়াচ জেতাতে পারেননি তিনি সিএসকেকে। আর ম্য়াচের শেষে ধোনিকেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তার কারণ ৯ নম্বর পজিশনে ব্যাটিং করতে আসা। সিএসকের ৫০ রানে হারের জন্য ধোনির এত পেছনের দিকে ব্যাটিং করতে আসাকে অনেকে দায়ী করছেন। ১৯৭ রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ১৪৬/৮ বোর্ডে তুলতে পারে চেন্নাই বাহিনী। কিন্তু ধোনি যদি একটু ওপরের দিকে আসতেন ব্যাটিং করতে, তবে ম্য়াচের ফল অন্য় কিছু হতে পারত বলেই মনে করেন অনেকে। সেই তালিকায় রয়েছেন ২ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ও রবিন উথাপ্পাও। 

নিজের সোশ্য়াল মিডিয়ায় পাঠান লিখেছেন, ”আমি কোনওভাবেই ধোনির ৯ নম্বরে ব্য়াটিং করতে আসাকে সমর্থন করতে পারব না। এর ফলে দলের কোনও লাভই হবে না। ওঁর আরও আগে ব্যাটিং করতে আসা উচিৎ ছিল।”

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পাও নিজের সোশ্য়াল মিডিয়ায় ধোনির ব্যাটিং অর্ডারে ৯ নম্বরে নামার সমালোচনা করে লিখেছেন, ”আরসিবির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা জয়। চিপকে এই জয় ওদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে এই বছর। ধোনির ৯ নম্বরে ব্য়াট করতে নামা কোনও মানে হয় না। দলের জন্য কোনও লাভ হয় নি। ধোনি আরও আগে আসলে নেট রান রেটে আরও খানিকটা উন্নতি করতে পারত সিএসকে।”

 

১৭ বছর পর চিপকে প্রথমবার আরসিবি জয় ছিনিয়ে নিল চেন্নাইয়ের বিরুদ্ধে। ৬১৫৫ দিন পর চিপক স্টেডিয়ামে ম্যাচ জিতল আরসিবি। ম্যাচ হারলেও সুরেশ রায়নার রেকর্ড ভেঙে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনিই চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে সবচেয়ে বেশি রানের মালিক। সিএসকে-র হয়ে আইপিএলে ৪৬৮৭ রান রয়েছে রায়নার। ধোনির হয়ে গেল ৪৬৮৯ রান।

আরও দেখুন





Source link