<p style="text-align: justify;"><strong>চেন্নাই:</strong> তাঁকে ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের প্রথম ম্য়াচেই তাঁর একটি নিদর্শন মিলেছে। ইডেনে <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ের বিরুদ্ধে ব্যাটিং করার সময় এক ক্রিকেট সমর্থক নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে পৌঁছে গিয়েছিলেন বিরাটের কাছে। হোমগ্রাউন্ড তো অবশ্যই, এমনকী দেশের সব মাঠেই যে বিরাটপ্রেমীদের বিশাল ভিড় লেগেই থাকে, তা বোঝা গেল চেন্নাইয়েও। সিএসকের বিরুদ্ধে আরসিবির আগামী ম্য়াচ। তার আগেই চিপকে অনুশীলন সারছেন বিরাটরা। সেখানেই কোহলিকে দেখেই সমর্থকদের সেলফি, অটোগ্রাফের দেদার আব্দার চলল। ধোনির ডেরায় বিরাট উন্মাদনা কিন্তু বেশ দেখার মত। </p>
Source link
ধোনির ডেরায়ও বিরাট উন্মাদনা, কোহলিকে দেখতেই চলল দেদার সেলফি, অটোগ্রাফের আবদার
