চেন্নাই: আগামীকাল আইপিএলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। দুটো দলই এখনও পর্যন্ত খুব একটা ছন্দে নেই এবারের টুর্নামেন্টে। এখনও পর্যন্ত পাঁচ ম্য়াচে খেলে কেকেআর যেখানে ২টো ম্য়াচ জিতেছে। সেখানে চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত পাঁচ ম্য়াচ খেলে মাত্র একটি ম্য়াচই জিততে পেরেছে। সিএসকের বিরুদ্ধে মাঠে নামার আগে অবশ্য আত্মবিশ্বাসী বেঙ্কটেশ আইয়ার। কেকেআরের সহ অধিনায়ক রীতিমত হুঙ্কার দিচ্ছেন ম্য়াচের আগের দিন। চিপকের পিচ কেকেআরের জন্য খুব লাকি না হলেও বেঙ্কটেশ বলছেন, ”আমি আশা করি চিপকে আমরা ঘুরে দাঁড়াব ঠিকই। এখানে এর আগে অজিঙ্ক রাহানে ও মঈন আলি খেলে গিয়েছন। তাঁরা এখানকার পিচ সম্পর্কে ভালই জানেন। এছাড়া নিজের ঘরের মাঠে খেলতে নামবে বরুণ চক্রবর্তী। ফলে কিছুটা প্লাস পয়েন্ট কিন্তু আমাদেরও রয়েছে। এখানকার পিচ স্পিনারদের বেশি সাহায্য করে ঠিকই, কিন্তু সাম্প্রতিক সময় পেসাররাও সুবিধে পেয়েছেন। ফলে আমরা সবরকমভাবেই চেষ্টা করে যাচ্ছি।”
লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ২৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন। দলকে ২৩৯ রান তাড়া করতে নেমে মাত্র ৪ রানে হারতে হয়েছিল। খেলার পরে অনেকেই বেঙ্কটেশের স্লো ইনিংস খেলাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। তবে সেদিকে পাত্তা দিচ্ছেন না বাঁহাতি তারকা। বেঙ্কটেশ বলছেন, ”আমি মনে করি আগের দিন আমরা খুব ভাল লড়াই করেছি। মাত্র ৪ রানে হেরেছি আমরা। এই পরিস্থিতিতে ইতিবাচক মানসিকতা বজায় রাখতে হবে। আমি নিজেও সেটাই করছি। আশা করি পারফরম্য়ান্স আরও ভাল করতে পারব আগামীতে।”
অফফর্মে থাকা রাসেলকে রিঙ্কু সিংহের আগে নামানো নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বিষয়ে অবশ্য ম্য়ানেজমেন্টের পাশে দাঁড়িয়ে বেঙ্কটেশ বলছেন, ”খেলার সময় ডানহাতি-বাঁমহাতি কম্বিনেশন, পিচ অনেক কিছু মাথায় রাখতে হয়। এই কেকেআর দলে একাধিক ভাল ফিনিশার রয়েছে। রাসেল ছাড়াও রিঙ্কু, রমনদীপ রয়েছেন। তাই শুধুমাত্র রাসেলের ওপর আঙুল তুলে লাভ নেই। ব্র্যাভো অনেক ভেবেচিন্তাই কোনও সিদ্ধান্ত নিয়েছেন।”
এদিকে, চোটের জন্য ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড। তাঁর পরিবর্তে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ফের দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিকে। ধোনির নেতৃত্বে এর আগে আইপিএলে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩ মরশুমে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছিল। টুর্নামেন্টের সবচেয়ে সফল দুটো দল চেন্নাই ও মুম্বই। দুটো দলই পাঁচবার করে খেতাব জিতেছে। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই চ্য়াম্পিয়ন হয়েছিল ৫ বার। ধোনি ও রোহিত দুজনেই এখন আর আইপিএলে নেতৃত্বভার সামলান না। রুতুরাজ গায়কোয়াড গত দুই মরশুম ধরে নেতৃত্ব দিচ্ছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের। এবার অবশ্য ফের মাহিকে নেতৃত্বের ব্যাটন নিয়ে দেখা যাবে।
আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অক্ষর পটেল, প্রথমে ফিল্ডিং করবে বিরাটের আরসিবি
আরও দেখুন