<p><strong>নয়াদিল্লি: </strong>প্রত্যেক বছর মিনি অকশন বা ৩ বছর ছাড়া নয়, অন্তত ৫ বছর অন্তর আইপিএলের (IPL 2024) নিলাম আয়োজন করা হোক।</p>
<p>প্রত্যেক দলকে ৪ থেকে ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেওয়া হোক।</p>
<p>প্রত্যেক দলকে ৮টি করে রাইট টু ম্যাচ (RTM) বিকল্প দেওয়া হোক। যা ব্যবহার করে দলের হয়ে আগের মরশুমে খেলা ক্রিকেটারদের নতুন করে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।</p>
<p>ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ও আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে আসন্ন সভায় এমনই কিছু প্রস্তাব দেওয়া হবে দশ আইপিএল দল থেকে। নীল নকশা তৈরি। আগামী সপ্তাহে মুম্বইয়ে হতে পারে বৈঠক। ২০২৫ সালে আইপিএলের মেগা নিলামের আগে বদলে যেতে পারে টুর্নামেন্টের খোলনলচেই।</p>
<p>বিভিন্ন দল সূত্রে খবর, এখনকার নিয়মে তিন বছর ছাড়া মেগা নিলাম হয়। এছাড়া মিনি অকশনের বন্দোবস্তও রয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকরা চাইছেন, এবার নিলাম করা হোক পাঁচ বছর অন্তর। তাতে দলের সংহতি তৈরিতে ও তরুণ ক্রিকেটারদের পরিচর্যায় সুবিধা হবে বলে মত বেশিরবাগ দলেরই। বিশেষ করে প্রথম <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> থেকে খেলে চলেছে, এরকম বেশিরভাগ দলই নিজস্ব অ্যাকাডেমি গড়ে ক্রিকেটার তৈরির কাজও চালিয়ে যাচ্ছে। পাঁচ বছরের জন্য ক্রিকেটারদের পেলে সেই প্রকল্পে সুবিধা হবে বলেই বিশ্বাস সকলের। তিন বছর অন্তর মেগা নিলাম হলে অনেক দলই তাদের অ্যাকাডেমিতে তৈরি ক্রিকেটারদের অন্য দলের হাতে তুলে দিতে বাধ্য হয়। সেটা আটকাতেই এই প্রস্তাব দেওয়া হতে পারে।</p>
<p>ইতিহাস বলছে, ২০১৪ সালের পর ২০১৮ সালে মেগা অকশন হয়েছিল। তারপর ২০২১ সালে হওয়ার কথা থাকলেও কোভিডের জন্য তা এক বছর পিছিয়ে যায়। ফের হচ্ছে ২০২৫ সালে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি মালিকরা চান, কত টাকা দিয়ে ক্রিকেটার কেনা হবে, তা সরাসরি ক্রিকেটারদের সঙ্গে কথা বলে ঠিক করতে। সেই দর স্বচ্ছতার সঙ্গে বোর্ডের সঙ্গে আলোচনা করেি ঠিক করতে চায় দলগুলি।</p>
<p>ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম কি থাকবে? এ নিয়ে ভিন্নমত রয়েছে। কোনও কোনও দল চায়, থাকুক এই নিয়ম। কিছু দল আবার এই নিয়ম তুলে দেওয়ার পক্ষে। শেষ পর্যন্ত কী হবে, চূড়ান্ত হতে পারে আগামী সপ্তাহের বৈঠকে।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="প্যারিস অলিম্পিক্সে কোন দশটি খেলায় ভারতের পদক সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল? রইল ঝলক" href="https://bengali.abplive.com/sports/olympics/paris-olympics-2024-from-neeraj-chopra-to-pv-sindhu-a-look-at-india-top-10-medal-prospects-in-olympic-games-1084424" target="_self">প্যারিস অলিম্পিক্সে কোন দশটি খেলায় ভারতের পদক সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল? রইল ঝলক</a></strong></p>
<div class="google-auto-placed ap_container">
<div id="checktheseout2" class="checktheseout2">
<div class="story__recommended__chunk">
<div class="recommended__story">
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1721322759840000&usg=AOvVaw2JNFiJwKNK_nM0u9VflNhg">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></strong></p>
</div>
</div>
</div>
</div>
Source link
বিরাট বদল হতে পারে আইপিএলে, আগামী সপ্তাহের বৈঠকে দেওয়া হতে পারে অভিনব প্রস্তাব
Read Time:5 Minute, 7 Second