কেকেআর কেন তাঁকে ধরে রাখেনি? নাইট শিবিরে কি ঝামেলায় জড়িয়েছিলেন শ্রেয়স?
মুম্বই: গত মরশুমে আইপিএল জিতেছিল কেকেআর। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল নাইট শিবির। কিন্তু এরপর কেকেআর এবার আর আইপিএলের আগে রিটেন করেনি শ্রেয়সকে। তাঁকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে পাঞ্জাব কিংস নিলাম থেকে দলে নিয়েছে। কিন্তু কেন কেকেআর তাঁকে ছেড়ে দিল? কেন কেকেআর নিলামে একবারও শ্রেয়সকে আরটিএম কার্ড ব্যবহার করে দলে নেওয়ারও চেষ্টা করল না।
আইপিএলে ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। এরপর ১০ বছর পর ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর ফের আইপিএলে জেতে। গত নিলামের আগে কেকেআর রিটেন করেছিল রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, সুনীল নারাই, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীকে। নিলাম থেকে ফের মোটা অঙ্কের টাকা দিয়ে দলে নিয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে।
এক সাক্ষাৎকারে শ্রেয়স জানিয়েছিলেন, ”আমি হতাশ হয়েছিলাম। কেকেআর আমার সঙ্গে রিটেন করার বিষয়ে কোনও কথাই বলেনি। সেভাবে আলোচনাও করেনি। আমার সঙ্গে কেকেআরের দুর্দান্ত সময় কেটেছে। সমর্থকদের প্রচুর ভালবাসা পেয়েছি। আমি স্টেডিয়ামের দর্শকদের উন্মাদনা চোখের সামনে দেখেছি। সেই মুহূর্তে কেকেআরের শিবিরের সঙ্গে রিটেনশনের বিষয়ে আলোচনাও হয়েছিল।” এরপরই ভারতীয় দলের ডানহাতি ব্যাটার বলেন, ”কিছু মাস পরেই ছবিটা বদলে যায়। ম্য়ানেজমেন্টের সঙ্গে আমার আলোচনা কমে যায় হঠাৎ করেই।”
অন্যদিকে পাঞ্জাব কিংস এবার রিটেন করেছে গত মরশুমে দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা শশাঙ্ক সিংহ ও প্রভসিমরণ সিংহকে। এছাড়া নিলাম থেকে যুজবেন্দ্র চাহালকে ১৮ কোটি টাকা মূল্যে দলে নেওয়া হয়েছে। শ্রেয়সকে পাঞ্জাব দলে নেওয়া নিয়ে অনেকেই বলেছেন, সুপারহিট বীরজারা সিনেমার ‘বীর’ শাহরুখ খানের দলকে আইপিএল ট্রফি দেওয়া ক্রিকেটারের ওপর এবার লগ্নি করছে কোনওদিন আইপিএল ট্রফি জয়ের স্বাদ না পাওয়া ‘জারা’ প্রীতি জিন্টার দল। কিন্তু শ্রেয়সই কি পাঞ্জাব কিংসের সম্ভাব্য অধিনায়ক? এ নিয়ে প্রশ্ন করা হলে চমকপ্রদ উত্তর দিয়েছিলেন পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বিচ্ছেদের পর যিনি এখন পাঞ্জাব কিংসের দায়িত্বে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন, তিনি শ্রেয়সের সঙ্গে নেতৃত্ব নিয়ে কথা বলতে চেয়ে ফোন করেছিলেন। কিন্তু ফোন ধরেননি শ্রেয়স! তবে ক্যাপ্টেন শ্রেয়সের প্রশংসা করেছিলেন পন্টিং।
আরও পড়ুন: রোহিত ভাইয়ের কাছ থেকে শিখেছি… নেতৃত্ব নিয়ে সমালোচনার ঝড়ে হিটম্যানের পাশে দাঁড়ালেন পন্থ
আরও দেখুন