NOW READING:
ম্য়াচ জেতানো অর্ধশতরান বিরাটের, পেস বোলারদের ব্যর্থতায় হার হজম কেকেআরের
March 22, 2025

ম্য়াচ জেতানো অর্ধশতরান বিরাটের, পেস বোলারদের ব্যর্থতায় হার হজম কেকেআরের

ম্য়াচ জেতানো অর্ধশতরান বিরাটের, পেস বোলারদের ব্যর্থতায় হার হজম কেকেআরের
Listen to this article



<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> তাঁকে কেন সাদা বলের ক্রিকেটে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলা হয়, তা আরও একবার বুঝিয়ে দিলেন। ১৭৪ রানের লক্ষ্যমাত্রা। সেটা বড় কথা নয়। ইডেনের মাঠ তো তাঁর পয়া। কিন্তু উল্টোদিকে আছেন বরুণ চক্রবর্তী ও <a title="সুনীল নারাইন" href="https://bengali.abplive.com/topic/sunil-narine" data-type="interlinkingkeywords">সুনীল নারাইন</a>ের মত ২ ব্যক্তিত্ব। যাঁরা তাঁদের রহস্যময় স্পিনের জালে তাবড় তাবড় ব্যাটারদের কুপোকাত করেন। এমনকী বিরাটের সাম্প্রতিক সময়ে স্পিনের বিরুদ্ধে পারফরম্য়ান্সও একেবারেই আশানুরুপ নয়। এই পরিস্থিতিতে এদিন ইডেনের পিচে কিছুটা সতর্ক হয়েই শুরুটা করেছিলেন। কিন্তু তিনি তো বিরাট কোহলি। ইডেনের হাজার হাজার দর্শক তাঁর জন্য গলা ফাটাচ্ছেন। তাঁর ব্যাটে চার-ছক্কা দেখার জন্যই তো অপেক্ষা করছেন। তাই কাউকে হতাশ করলেন না। হাঁকালেন ম্য়াচ জেতানো অর্ধশতরান।&nbsp;</p>
<p style="text-align: justify;">ফিল সল্টের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন। ইডেনে তখন বিরাট বিরাট চিৎকার চারিদিকে। অন্য ম্য়াচে এই মাঠ পুরো <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ের সমর্থনে গলা ফাটালেও আরসিবি ম্য়াচে বিরাট ও সিএসকে ম্য়াচে ধোনির সঙ্গে সমর্থকরা যেন দু ভাগে ভাগ হয়ে যান। এদিনও তাঁর ব্যতিক্রম হল না। ব্যাট হাতে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করেন প্রাক্তন নাইট ফিল সল্ট। বিরাট চালিয়ে খেলা শুরু করেন একটুু পর থেকে। কিন্তু শুরু করার পরে আর থামলেন না। অঙ্গকৃশ রঘুবংশীর পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ পেয়েছিলেন বৈভব আরোরা। তবে এদিন যা পারফরম্য়ান্স করলেন, তাতে পরের ম্য়াচগুলোয় আদৌ আর কখনও নাইট জার্সিতে নামার সুযোগ পাবেন কি না তা বলা মুশকিল। নিজের ৩ ওভারের স্পেলে ১ উইকেট নিলেও ৪২ রান খরচ করলেন। অজি পেসার স্পেনসার জনসন ২.২ ওভারে ৩১ রান খরচ করলেন কোনও উইকেটও পেলেন না। আর এই দুজনের প্রতিই বেশি ককরে নির্মম ছিলেন কোহলি। উল্টোদিকে সল্ট, দেবদত্ত, পাতিদার ফিরে গেলেও শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। লিভিংস্টোনকে নিয়ে ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়লেন। আরসিবি আগেরবার দুটো ময়্াচেই হেরেছিল টানা। এবার অবশ্য তাঁদের অ্য়াওয়ে ম্য়াচেই জয় ছিনিয়ে নিলেন। আর সেটাও এল বিরাটের অর্ধশতরানের সুবাদে। চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা দিয়ে সাজানো ছিল কোহলির ইনিংসটি। যদিও আরসিবির বোলিং অ্য়াটাকও এদিন দুর্দান্ত বোলিং করলেন। জস হ্যাজেলউড ৪ ওভারে ২২ রান খরচ করে ২ উইকেট নিলেন। ক্রুণাল পাণ্ড্য ৩ উইকেট নিন।&nbsp;</p>



Source link