NOW READING:
তাঁর কাছেই কেকেআরের নেতৃত্ব পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছিলেন, রাহানেকে নিয়ে কী বললেন বেঙ্কটেশ?
March 19, 2025

তাঁর কাছেই কেকেআরের নেতৃত্ব পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছিলেন, রাহানেকে নিয়ে কী বললেন বেঙ্কটেশ?

তাঁর কাছেই কেকেআরের নেতৃত্ব পাওয়ার দৌড়ে পিছিয়ে পড়েছিলেন, রাহানেকে নিয়ে কী বললেন বেঙ্কটেশ?
Listen to this article



<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> যখন নিলামে তাঁকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে নেওয়া হল দলে, তখন তাঁকেই অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে কেকেআর টিম ম্য়ানেজমেন্ট অজিঙ্ক রাহানেকে অধিনায়ক বেছে নেয়। নিলামে দর পাওয়ার নিরিখে রাহানে অনেকটাই পিছিয়ে বেঙ্কটেশের থেকে। কিন্তু নেতৃত্ব, অভিজ্ঞতায় যে মুম্বই তারকাই এগিয়ে, তা মেনে নিচ্ছেন সবাই। আর সেই তালিকায় রয়েছেন স্বয়ং বেঙ্কটেশও। নিজেই স্বীকার করে নিলেন রাহানের ক্যাপ্টেন্সিতে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।&nbsp;</p>
<p style="text-align: justify;">সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বেঙ্কটেশ বলেন, ”রাহানে দলের গুরুত্বপূর্ণ সদস্য। একজন দুর্দান্ত নেতা। দলের প্রত্যেক ছেলেকে ঐক্যবদ্ধ করে রাখে। সবাই আমরা সবার সঙ্গে অনেকটা মিলেমিশে গিয়েছি ওঁর নেতৃত্বে। আমরা এমন একজনকে নিয়ে কথা বলছি যিনি দেশের জার্সিতে সব ফর্ম্যাটেই নেতৃত্ব দিয়েছেন। এমনকী আইপিএলেও প্রচুর ম্য়াচে অধিনায়ক ছিলেন। অসংখ্য ম্য়াচ খেলার অভিজ্ঞতা রয়েছে রাহানের। প্রচুর চাপের মুখেও দলকে জেতানোর ক্ষমতা রাখেন। সব জায়গায় প্রচুর রানও করেছেন। আমি ভীষণ উত্তেজিত ওঁনার মত একজনের অধীনে খেলার সুযোগ পেয়েছি। অনেক কিছু শেখার আছে। সেগুলোই রপ্ত করতে চাই।”</p>
<p style="text-align: justify;">বিগত বেশ কয়েক বছর ধরেই <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে কেকেআরের সদস্য বেঙ্কটেশ। এবার তাঁর ওপর বাড়তি দায়িত্ব রয়েছে। রাহানের ডেপুটি হিসেবে কাজ করবেন। চাপ অনুভব করছেন? বেঙ্কি বলছেন, ”আমার কাছে এটা নতুন নয়। আমি বরাবরই নিজেকে দায়িত্বের মধ্যে রাখতে পছন্দ করি। ব্য়াটিং হোক বা বোলিং চাপ নিতে পছন্দ করি। আমাদের দলের প্লেয়ারদের মানসিকতা ভীষণ ইতিবাচক। অসাধারণ কয়েকজন প্লেয়ার এবার রয়েছে এই দলে। আমরা মাঠে নামার জন্য পুরো প্রস্তুত।”</p>
<p>তার আগে ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। গৌতম গম্ভীর তখন কেকেআরের অধিনায়ক। ওপেনিংয়ে আচমকা নামিয়ে দিয়েছিলেন&nbsp;<a title="সুনীল নারাইন" href="https://bengali.abplive.com/topic/sunil-narine" data-type="interlinkingkeywords">সুনীল নারাইন</a>কে। তার আগে পর্যন্ত বড় একটা কেউ জানতেন না যে, ক্যারিবিয়ান তারকার ব্যাটে-বলে হলে বল আক্ষরিক অর্থেই পগাড় পার। অর্থাৎ গ্যালারিতে। গম্ভীরের ফাটকা কাজে লেগে যায়। পাওয়ার প্লে-র ৬ ওভারেই প্রতিপক্ষ শিবিরের বোলিং তছনছ করে দিতেন নারাইন। কেকেআরের ট্রফি জয়ের নেপথ্যেও ছিল নারাইন-নারাইন ধ্বনি।</p>
<p>তবে গম্ভীর যুগের পরে নারাইনকে ওপেনিং থেকে সরিয়ে দেয় নাইট শিবির। নারাইনও ব্যাট হাতে ছন্দ হারান। মেন্টর হয়ে গত মরশুমে কেকেআরে ফিরে গম্ভীর প্রথম যে কাজটা করেছিলেন, সেটা হল নারাইনের আত্মবিশ্বাস ফেরানো ও ফের তাঁকে পুরনো ওপেনিংয়ের জায়গায় ফিরিয়ে আনা। ফের সফল নারাইন। দশ বছর পর ট্রফি জেতে <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ও।</p>



Source link