NOW READING:
টেক্কা পিটারসন, হেডের মত তারকাকেও, তরুণ সাই কি পাওয়ার প্লে-তে আইপিএলের সেরা ব্যাটার?
March 30, 2025

টেক্কা পিটারসন, হেডের মত তারকাকেও, তরুণ সাই কি পাওয়ার প্লে-তে আইপিএলের সেরা ব্যাটার?

টেক্কা পিটারসন, হেডের মত তারকাকেও, তরুণ সাই কি পাওয়ার প্লে-তে আইপিএলের সেরা ব্যাটার?
Listen to this article


আমদাবাদ:  গুজরাত টাইটান্সের (Gujrat Titans) জার্সিতে ব্য়াট হাতে ধারাবাহিকতা অব্যাহত সাই সুদর্শনের। প্রথম ম্য়াচে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে অর্ধশতরান হাঁকালেও দলকে জেতাতে পারেননি। কিন্তু দ্বিতীয় ম্য়াচে শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এসেছে অর্ধশতরান। মুম্বইয়ের বিরুদ্ধে ৪১ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন এই বাঁহাতি তরুণ। নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়েছেন সাই। ১৫৪-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তরুণ ব্যাটার। একই সঙ্গে আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-তে সেরা ব্যাটারও এখন সাইই। তিনি এই বিষয়ে টেক্কা দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার কেভিন পিটারস ও অজি ওপেনার ট্রাভিস হেডকে। 

পাঞ্জাবের বিরুদ্ধেও ওপেনিংয়ে নেমে ৪৮ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন সাই। এখনও পর্যন্ত চলতি আইপিএলে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক এই বাঁহাতি ব্যাটার। ৬৮.৫৫ গড়ে এখনও পর্যন্ত সাই ১৩৭ রান করেছেন চলতি টুর্নামেন্টে। ১৬৭.০৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সাই। ব্যক্তিগত সর্বোচ্চ ৭৪। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত আইপিএলে মোট ২২ বার পাওয়ার প্লে-তে ব্যাটিং করেছেন সাই। মাত্র তিনবার আউট হয়েছেন। গড় ১১০। এই পর্যায়ে ন্যূনতম ২০ ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে সবার ওপরে রয়েছেন সাই। দ্বিতীয় স্থানে কেভিন পিটারসন। তাঁর গড় ৯৮ ও তৃতীয় স্থানে ট্রাভিস হেড। তাঁর গড় ৭১। আগের ছয়টি ইনিংসে আইপিএলে সাই সুদর্শন ৩৯৫ রান করেছেন ৭৯ গড়ে। স্ট্রাইক রেট ১৭০। শেষ ছয় ইনিংসে চারটি অর্ধশতরান ও একটি শতরান হাঁকিয়েছেন।

এদিকে, গত মরশুমে নতুন অধিনায়ক হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার আশা ছিল দল ঘুরে দাঁড়াবে। প্রথম ম্যাচে নির্বাসনের পর গুজরাতের বিরুদ্ধে হার্দিক মুম্বইয়ের একাদশে ফিরলেও, জয়ে ফিরল না দল। দুই ম্যাচ হেরে আপাতত লিগ তালিকায় নয় নম্বরে রয়েছে মুম্বই। কেবল তাঁদের নেট রান রেট (-১.১৬৩) রাজস্থান রয়্যালসের নেট রান রেটের (-১.৮৮২) থেকে ভাল হওয়ার দরুন সবার নীচের বদলে একধাপ উপরে, নয় নম্বরে রয়েছে মায়ানগরীর দল। অপরদিকে, গুজরাত ঘরের মাঠেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লড়াই করেও পরাজিত হয়েছিল। তবে এই জয়ে তারা উপরে উঠে এল। শুভমন গিলরা ৩৬ রানের বড় ব্যবধানে মুম্বইকে হারানোর ফলে টাইটান্সদের নেট রান রেটও উন্নত হয়েছে।

আরও দেখুন



Source link