<p style="text-align: justify;"><strong>আমদাবাদ:</strong> ক্রিকেট বিশ্বের সেরা ফিল্ডারের নাম? এমন প্রশ্নে অনেকেই অনেক উত্তর দেবেন। তবে বেশিরভাগই জন্টি রোডসের কথাই বলবেন। ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিংহ, মহম্মদ কাইফরাও দুরন্ত ফিল্ডিংয়ে আলাদা পরিচয় গড়ে নিয়েছিলেন। আবার আধুনিক ক্রিকেটে রবীন্দ্র জাডেজা, গ্লেন ফিলিপসরা তো রয়েইছেন। কিন্তু তাঁদের মধ্যে সেরা কে? প্রাক্তন ভারতীয় পেসার ও বর্তমান গুজরাত টাইটান্স হেডকোচ আশিস নেহরা কিন্তু জন্টি রোডস, গ্লেন ফিলিপস কাউকেই বিশ্বের সেরা ফিল্ডার হিসেবে মানেন না। তার থেকে রবীন্দ্র জাডেজাকেই এগিয়ে রাখছেন নেহরা।</p>
<p style="text-align: justify;">৩৬ বছরের জাডেজা বর্তমানে সিএসকের জার্সিতে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে খেলছেন। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংসও খেলেছেন। নেহরা বলছেন, ”এতগুলো বছর ধরে একাধিক প্লেয়ার, একাধিক ফিল্ডার দেখেছি। প্রচুর ফিল্ডার রয়েছেন যাঁরা সার্কেলের ভেতরে বা বাউন্ডারি লাইনে দুর্দান্ত। জন্টি রোডসকে বিশ্বের সেরা ফিল্ডারের তকমা দেওয়া হয়। এছাড়া আমার মাথায় অ্য়ান্ড্রু সাইমন্ড্স, এবি ডিভিলিয়ার্সদের নামও আসে। কিন্তু আমি এঁদের মধ্যেও জাডেজাকেই শীর্ষে রাখব সবার। ও এত বছর পরেও একই রকম ক্ষিপ্র ফিল্ডার হিসেবেও। যেভাবে ফিটনেস ধরে রেখেছে, তাতে আমি অভিভূত। আমি জানি না ও কী খায়, কিন্তু আমার মনে হয় যা খায় তা আমাদের জানানো উচিৎ।”</p>
<p>গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এই জয়ের সুবাদে আট ম্যাচ খেলে পাঁচ জয়ের সাহায্যে ১০ পয়েন্ট হয়ে গেল আরসিবি। লিগ শীর্ষে থাকা গুজরাত টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের দখলেও সমসংখ্যক পয়েন্ট রয়েছে। তবে গুজরাত (০.৯৮৪) ও দিল্লির (০.৫৮৯) নেট রান রেট আরসিবির (০.৪৭২) থেকে বেশি হওয়ায় সেই তিনেই থাকল বিরাট <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>র দল। পাঞ্জাবের নেট রান রেট (০.১১৭) আরও কম হওয়ায় সমান পয়েন্ট নিয়ে তারা চারে। তবে দিনের অপর ম্যাচে মুম্বই সিএসকেকে হারিয়ে লিগ তালিকায় উঠে এল।</p>
<p>বিগত চার ম্যাচে সিএসকের বিরুদ্ধে কিছুতেই জিততে পারছিল না মুম্বই ইন্ডিয়ান্স। তবে অবশেষে সেই ধারা ভাঙল। ২৬ বল ও নয় উইকেট হাতে রেখে সিএসকেকে হেলায় হারাল পল্টনরা। সৌজন্যে সূর্যকুমার যাদব ও রোহিত শর্মা। দুইজনেই অর্ধশতরান হাঁকালেন, গড়লেন শতাধিক রানের পার্টনারশিপও। তাতেই জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে এই নিয়ে নাগাড়ে দুই জয় পেল পল্টনরা। আট ম্যাচের চারটিতে জয় পেয়ে তারা <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>কে পিছনে ফেলে দিল। উঠে এল ছয় নম্বরে। আর <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> নেমে গেল সাতে। </p>
<p style="text-align: justify;"> </p>
Source link
জন্টি নয়, বিশ্বের সেরা ফিল্ডার হিসেবে কাকে বাছলেন নেহরা? শুনলেই অবাক হবেন!
