আমদাবাদ: আইপিএলের মঞ্চই তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল আজ থেকে ১০-১১ বছর আগে। এরপর থেকে দেশের জার্সিতে ধারাবাহিকভাবে একজন তারকা অলরাউন্ডার হয়ে উঠেছেন। এমনকী বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকাতেও নিজেকে নিয়ে এসেছেন। কিন্তু গত কয়েক মরশুম ধরে আইপিএলেই ক্রমাগত ফর্মে ফেরার লড়াই চালাচ্ছেন গ্লেন ম্য়াক্সওয়েল। আরসিবির জার্সিতে শেষ মরশুমে রান পাননি। দল তাঁকে ছেড়ে দিয়েছিল। নিলাম থেকে গ্লেন ম্য়াক্সওয়েলকে নেয় পাঞ্জাব কিংস। এই পাঞ্জাবেই আইপিএল কেরিয়ারের সেরা কয়েকটি ইনিংস খেলেছিলেন। কিন্তু এবার পুরনো ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তন ইনিংসটি একেবারেই মধুর হল না গ্লেন ম্য়াক্সওয়েলের। খাতাই খুলতে পারলেন না তিনি। আর তার সঙ্গে সঙ্গেই এক লজ্জার রেকর্ডও গড়লেন।
ম্যাক্সওয়েল মঙ্গলবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শূন্য় রানে আউট হন। তাঁকে ফিরিয়ে দেন সাই কিশোর। তার সঙ্গে সঙ্গেই রোহিত শর্মা ও দীনেশ কার্তিককে টেক্কা দিলেন অজি তারকা। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ১৯ বার খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফিরলেন ম্য়াক্সওয়েল। যা কোনও ব্যাটারের এই টুর্নামেন্টে সর্বাধিক। ১৮ বার শূন্য় রানে আউট হওয়ার রেকর্ড ছিল রোহিত শর্মা ও দীনেশ কার্তিক। ২ ভারতীয়কেই টপকে গেলেন ম্য়াক্সওয়েল। ম্য়াচে ব্যাট করতে নেমে সাই কিশোরকে রিভার্স স্যুইপে শট খেলতে চেয়েছিলেন ম্য়াক্সওয়েল। কিন্তু লেগবিফোর হয়ে যান। যদিও রিপ্লেতে দেখা যায় পরে যে বল স্টাম্প মিস করছিল। ম্য়াক্সওয়েল রিভিউ নেননি। ফলে তিনি আউটই ঘোষিত হন।
আইপিএলের ইতিহাসে সর্বাধিক শূন্য রানে আউট
গ্লেন ম্য়াক্সওয়েল : ১৯ (২০১৩-২০২৫)
রোহিত শর্মা: ১৮ (২০০৮-২০২৫)
দীনেশ কার্তিক: ১৮ (২০১০-২০২৪)
পীযুশ চাওলা: ১৬(২০০৮-২০২৪)
সুনীল নারাইন: ১৬ (২০১২-২০২৫)
ম্য়াক্সওয়েলের ব্যাট মঙ্গলবার না চললেও পাঞ্জাব কিংসের জয় কিন্তু আটকানো যায়নি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১১ রানে জয় ছিনিয়ে নিয়েছে শ্রয়স আইয়ারের দল। ৪২ বলে ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের ব্যাটিং লাইন আপকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। অন্যদিকে ১৬ বলে ৪৪ রানের ক্য়ামিও ইনিংস খেলেছিলেন শশাঙ্ক সিংহ।
আজ আইপিএলে কেকেআর তাঁদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। সামনে রাজস্থান রয়্যালস। প্রথম ময়্াচে আরসিবির বিরুদ্ধে হেরে দিয়েছিল কেকেআর। আজকের ম্য়াচে জিতে টুর্নামেন্টে নিজেদের খাতা খুলতে মরিয়া থাকবে রাহানের দল। প্রথম ম্য়াচে যে একাদশ খেলেছিল নাইটদের, সেই দলের থেকে কিছু পরিবর্তন হতে পারে আজকের একাদশে।
আরও দেখুন