<p style="text-align: justify;"><strong>চেন্নাই:</strong> এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ ছিল মুম্বই ইন্ডিয়ান্স। লো স্কোরিং ম্য়াচ ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল হলুদ জার্সিধারীরা। পি চিদাম্বরম স্টেডিয়ামে দু দলের হয়েই প্রভাব ফেললেন স্পিনাররা। বিশেষ করে মুম্বইয়ের তরুণ স্পিনার ভিগনেশ পুথুরের কথা আলাদা করে বলতেই হয়। নিজের প্রথম <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> ম্য়াচ খেলতে নেমেই তিন উইকেট তুলে নিলেন এই তরুণ স্পিনার। চেন্নাইয়ের হয়ে বল হাতে ভেল্কি দেখালেন আফগান স্পিনার নূর আহমেদ। হলুদ জার্সিতে আইপিএলে এটি তাঁর প্রথম ম্য়াচ ছিল। </p>
<p style="text-align: justify;">এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ। শুরুতেই <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a>ের উইকেট হারায় মুম্বই। কোনও খাতাই খুলতে পারেননি হিটম্য়ান। এরপর ২ বিদেশ রিকেলটন ও জ্যাকসও বড় রান পাননি। মিডল অর্ডারে কিছুটা সামাল দিয়েছিলেন অধিনায়ক সূর্য়কুমার যাদব ও তিলক ভার্মা। সূর্য ২৯ ও তিলক ৩১ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে দীপক চাহার ১৫ বলে ২৮ রান করেন। নমন ধীর ১৭ রান করেন। মুম্বইয়ের ব্য়াটিং লাইন আপের সামনে সবচেয়ে বড় বাধা ছিলেন নূর আহমেদ। নিজের ৪ ওভারের স্পেলে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়া খলিল আহমেদ হলুদ জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। তিনি নিজের ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। এছাড়া অশ্বিন ফিরে আসায় দলের স্পিন বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়ে গিয়েছে সিএসকের। জাডেজার সঙ্গে জুটি বাঁধেন তিনিও। </p>
<p style="text-align: justify;">রান তাড়া করতে নেমে রাহুল ত্রিপাঠীর উইকেট শুরুতেই হারায় সিএসকে। তাঁকে ফিরিয়ে দেন প্রাক্তন চেন্নাই তারকা দীপক চাহার। ব্যাটের পর বল হাতেও শুরুতেই উইকেট নিয়ে নেন দীপক। তবে আরেক ওপেনার রাচিন রবীন্দ্র ও অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনেই অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫৩ রান করে রুতুরাজ ফিরলেও রবীন্দ্র শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। ৪৫ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংসে চারটি ছক্কা ও ২টো বাউন্ডারি হাঁকান তরুণ কিউয়ি তারকা। সিএসকের মিডল অর্ডারে পরপর ভাঙন ধরান বছর চব্বিশের কেরালার স্পিনার ভিগনেশ পুথুর। তিনি নিজের ৪ ওভারের স্পেলে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন প্রথম আইপিএল ম্য়াচেই। যদিও দলের জয় এনে দিতে পারেননি তিনি। পাঁচ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে যায় সিএসকে। ২ বল ব্যাট করলেও কোনও রান করেননি ধোনি। </p>
Source link
কড়া চ্যালেঞ্জ ছুড়লেন তরুণ ভিগনেশ, মুম্বইকে হারিয়ে শেষ হাসি হাসল সিএসকে
