NOW READING:
তাঁর কাছেই তালিম নিয়েছিলেন অভিষেক, কী বলছেন যুবরাজ? দরাজ সার্টিফিকেট সচিনেরও
April 13, 2025

তাঁর কাছেই তালিম নিয়েছিলেন অভিষেক, কী বলছেন যুবরাজ? দরাজ সার্টিফিকেট সচিনেরও

তাঁর কাছেই তালিম নিয়েছিলেন অভিষেক, কী বলছেন যুবরাজ? দরাজ সার্টিফিকেট সচিনেরও
Listen to this article



<p style="text-align: justify;"><strong>হায়দরাবাদ:</strong> সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ বারবার ভাইরাল হয় অভিষেক শর্মার। সেখানে দেখা যায় কখন যুবরাজ তাঁকে বকছেন দেরিতে প্র্যাক্টিসে আসার জন্য। আবার কখনও নিজে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিচ্ছেন যে সব বল যেন হাওয়ায় না খেলেন অভিষেক। বল বুঝে গ্রাউন্ডে শট খেলার জন্য পরামর্শ দিচ্ছেন প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটের সূচি না থাকলে যুবরাজ সিংহের কাছেই ক্রিকেটের তালিম নিয়ে থাকেন অভিষেক শর্মা। আর শনিবার রেকর্ড গড়া শতরানের ইনিংস খেলার পর এই অভিষেকই গুরুর থেকে পেলেন সবচেয়ে মূল্যবান প্রশংসাপত্রটি।&nbsp;</p>
<p style="text-align: justify;">পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৪২ রানের পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। দরকার ছিল ওপেনিং জুটি অভিষেক ও হেডের একটা বড় পার্টনারশিপ। ঠিক সেটাই করলেন দুজনে। জুটিতে ১৭১ রান বোর্ডে যোগ করে ১৩ তম ওভারে ফিরেছিলেন ট্রাভিস হেড। তবে ততক্ষণ সব লাইমলাইট কেড়ে নিয়েছেন অভিষেক শর্মা। ৫৫ বলে ১৪১ রানের ইনিংস খেলে যখন মাঠ ছাড়ছেন তখন হায়দরাবাদের জয় নিশ্চিত। নিজের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ১০টি ছক্কা হাঁকিয়েছিলেন অভিষেক। সোশ্য়াল মিডিয়ায় বাঁহাতি তরুণের ইনিংস দেখার পর যুবরাজ লিখেছেন, ”আহা, শর্মাজির ছেলে! ৯৮ রানের মাথায় সিঙ্গলস, আবার ৯৯ রানের মাথায় সিঙ্গলস! কত পরিণত হয়ে গিয়েছে। আমি থাকলে বোধহয় হত না। দুর্দান্ত ইনিংস অভিষেক। ট্রেভিস হেডও দারুণ খেলেছে। এক সঙ্গে এই দুই ওপেনারের খেলা দেখাটা একটা অসাধারণ অভিজ্ঞতা। শ্রেয়সও দারুণ খেলেছে। ওঁর ইনিংসের কথাও বলতে হবে।”</p>
<p style="text-align: justify;">অভিষকের বিধ্বংসী শতরানের প্রশংসা করেছেন স্বয়ং সচিন তেন্ডুলকরও। তিনি লিখেছেন, ”অভিষেকের হাতের গতি দুর্দান্ত। যেভাবে বলের নীচে ব্যাট নিয়ে আসে দ্রুত, তা দারুণ লাগে। অনেক দূর পর্যন্ত শট মারতে পারে। এটা দারুণ একটা অনুভূতি। অনেক দূর যাবে অভিষেক।”</p>
<p style="text-align: justify;">রান তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের ১৩তম ওভারের শেষ বলে যুজবেন্দ্র চাহালের ডেলিভারিতে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। তারপরই হেলমেট খুলে ফেলে সেলিব্রেট করেন। পকেট থেকে একটি চিরকূট বার করে ক্যামেরার দিকে দেখাতে থাকেন অভিষেক।</p>
<p style="text-align: justify;">কী লেখা ছিল সেই চিরকূটে? দিজ ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি। এই সেঞ্চুরি অরেঞ্জ আর্মির জন্য। হায়দরাবাদের সমর্থকদের অরেঞ্জ আর্মি বলা হয়। অভিষেক রান পাচ্ছিলেন না। হায়দরাবাদও ম্যাচ হারছিল। টানা চার ম্য়াচে হারে গতবারের ফাইনালিস্টরা। এবার অভিষেক যেন ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েই রেখেছিলেন। সেই কারণেই সেঞ্চুরির পর সমর্থকদের উদ্দেশে বার্তা।</p>



Source link