NOW READING:
পিচ, পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে হচ্ছে এবার, সমালোচকদের কী জবাব দিলেন কোহলি?
April 28, 2025

পিচ, পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে হচ্ছে এবার, সমালোচকদের কী জবাব দিলেন কোহলি?

পিচ, পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে হচ্ছে এবার, সমালোচকদের কী জবাব দিলেন কোহলি?
Listen to this article


বেঙ্গালুরু: অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। রবিবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ৬ উইকেট জিতে নিয়েছে রজত পাতিদারের (Rajat Patidar) দল। পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান দখল করে নিয়েছে তারা ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে। আর এই জয়ের অন্য়তম কারিগর বিরাট কোহলি ও ক্রুণাল পাণ্ড্য। দুজনেই ব্যাট হাতে অর্ধশতরানের ইনিংস খেলেন। এই জয়ের সঙ্গে সঙ্গে ঘরের বাইরে টানা ছয় ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে বিরাটের দল। চলতি টুর্নামেন্টে নিজের চতুর্থ অর্ধশতরানের ইনিংস খেলে ফেললেন বিরাট। ৪৭ বলে ৫১ রান করেন তিনি। অন্যদিকে ক্রুণাল পাণ্ড্য ২০১৬ সালের পর ফের একবার আইপিএলে অর্ধশতরান করলেন। বল হাতেও উইকেট পেয়েছিলেন। ম্য়াচের সেরাও নির্বাচিত হন বঢোদরার অলরাউন্ডার। ম্য়াচের পর ক্রুণালের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিরাট। সমালোচকদেরও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলার জন্য জবাব দিলেন।

খেলার পর বিরাট বলেন, ”দুর্দান্ত একটা জয় এটা আমাদের জন্য। উইকেটের যা পরিস্থিতি ছিল তাতে এই জয় অসাধারণ। অন্য ম্য়াচগুলোয় উইকেটের চরিত্র সাধারণত আলাদা হয়। যখনই রান তাড়া করার বিষয় থাকে, তখনই আমি বারবার ডাগআউটে কথা বলি। আমার কী করণীয় তা নিয়ে আলোচনা করে থাকি। ক্রুণালের কথা আলাদা করে বলতেই হয়। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কবে ব্যাট হাতে ও রান করবে।”

এরপরই প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, ”এবারের ম্য়াচগুলোয় এমনটা করা সম্ভব নয় যে মাঠে গিয়েই চালিয়ে খেলা শুরু করে দিলাম। এখন পিচ, পরিস্থিতি বুঝতে হয়। ঠাণ্ডা মাথায় খেলাটা এগিয়ে নিয়ে যেতে হয়। দলগতভাবে আমরা এবার অনেক বেশি পরিণত। ব্যাটিং বিভাগে প্রচুর আলোচনা করছি ম্য়াচের আগে। তার জন্যই আমরা ১০ ম্য়াচের মধ্যে ৭ ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পেরেছি। এটা আমাদের জন্য খুবই ভাল খবর। আমাদের দলে রোমারিও শেফার্ড ও টিম ডেভিড রয়েছেন, যাঁরা দলের ব্যাটিং অর্ডারে বাড়তি শক্তি যোগ করছেন। হ্যাজেলউড ও ভুবনেশ্বর বিশ্বমানের বোলার। তার জন্যই হ্যাজেলউড এখন পার্পল ক্যাপের মালিক। ক্রুণাল দারুণ বোলিং করেছে। আর অবশ্যই সুয়াশের কথাও বলতেই হবে। ও উইকেট না পেলেও এবারের টুর্নামেন্টে সুয়াশই আমাদের ডার্ক হর্স।”

আরও পড়ুন: গুজরাতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ

আরও দেখুন



Source link