NOW READING:
টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে হায়দরাবাদের, মুম্বইয়ের বিরুদ্ধে কখন, কোথায় খেলবেন কামিন্সরা?
April 23, 2025

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে হায়দরাবাদের, মুম্বইয়ের বিরুদ্ধে কখন, কোথায় খেলবেন কামিন্সরা?

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে হায়দরাবাদের, মুম্বইয়ের বিরুদ্ধে কখন, কোথায় খেলবেন কামিন্সরা?
Listen to this article



<p style="text-align: justify;"><strong>হায়দরাবাদ:</strong> আইপিএলে আজ টেবিলের নীচের দিকের দুটো দলের লড়াই। ৬ নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজ লড়াই ৯ নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচে ২৮৬ রান বোর্ডে তুলে নিয়েছিল সানরাইজার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল সানরাইজার্স। কিন্তু এরপর থেকে টানা পারফরম্য়ান্স গ্রাফ ক্রমেই নেমে গিয়েছে কমলা ব্রিগেডের। ব্যাটিং লাইন আপে একের পর এক তারকা ব্যাটারের নাম। কিন্তু কোথাও না কোথাও একেবারেই দলগত পারফরম্য়ান্স তার প্রভাব পড়ছে না।</p>
<p><strong>আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?</strong></p>
<p>আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের দ্বৈরথ</p>
<p><strong>কোথায় খেলা হবে সানরাইজার্স বনাম মুম্বই দ্বৈরথ?</strong></p>
<p>সানরাইজার্সের ঘরের মাঠ হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে ২ দলের</p>
<p><strong>কখন শুরু হবে সানরাইজার্স বনাম মুম্বই লড়াই?</strong></p>
<p>আজ, ২৩ এপ্রিল, বুধবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে</p>
<p><strong>কোথায় দেখবেন সানরাইজার্স বনাম মুম্বই ম্যাচ?</strong></p>
<p><a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl/amp/amp/amp/amp" target="_blank" rel="noopener" data-t="{&quot;n&quot;:&quot;destination&quot;,&quot;t&quot;:13,&quot;a&quot;:&quot;click&quot;,&quot;b&quot;:1,&quot;c.t&quot;:7}">আইপিএল</a>েসানরাইজার্স বনাম মুম্বই ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে</p>
<p><strong>অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?</strong></p>
<p>টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে সানরাইজার্স বনাম মুম্বই ম্যাচ।</p>
<p>এখনও পর্যন্ত ৭ ম্য়াচ খেলে মাত্র ২ পয়েন্ট ঝুলিতে পুরতে পেরেছিল সানরাইজার্স হায়দরাবাদ। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স ৮ ম্য়াচের মধ্যে চারটি ম্য়াচ জিতে আট পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। <a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>র নেতৃত্বে মুম্বই শুরুর দিকে এই মরশুমে একের পর এক ম্য়াচ হারছিল। কিন্তু গত কয়েকটি ম্য়াচ দুর্দান্তভাবে ফিরে এসেছে তারা। প্যাট কামিন্সের নেতৃত্বে সানরাইজার্স হায়দরাবাদ গত মরশুমে টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল। এই মরশুমে কেকেআর ও সানরাইজার্স দুটো দলের হালই খারাপ। <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> গত মরশুমে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> চ্যাম্পিয়ন দল। আজ নিজেদের ঘরের মাঠে কি সানরাইজার্স মুম্বইকে হারাতে পারবে?&nbsp;</p>
<p>দলের ব্যাটিং বিভাগে অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের মত বিধ্বংসী ২ ওপেনার তো আছেনই। এছাড়া মিডল অর্ডারে ঈশান কিষাণ, নীতীশ রেড্ডি, হেনরিচ ক্লাসেরা দলের ব্যাটিং বিভাগের মেরুদণ্ড। অন্যদিকে বোলিং বিভাগে শামির অফফর্ম কিছুটা চিন্তা তৈরি করেছে শিবিরে। প্রতি ম্য়াচে প্রচুর রান খরচ করছেন তারকা ভারতীয় পেসার। আজ শামিকে একাদশের বাইরে রাখা হতে পারে।</p>



Source link