হায়দরাবাদ: আইপিএলে এখনও পর্যন্ত নিজেদের নামের প্রতি সেভাবে সুবিচার করে তুলতে পারেনি হায়দরাবাদ শিবির। আগের বারের রানার্স আপ দল তারা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গত বছর হেরে গিয়েছিল ফাইনালে। কিন্তু এবার পয়েন্ট টেবিলে ইতিমধ্যেই তলানিতে। চারটি ম্য়াচে খেলে মাত্র একটি ম্য়াচে জয় ছিনিয়ে নিতে পেরেছে প্যাট কামিন্সের দল। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি সম্মিলিত মারকাটারি ব্যাটিং লাইন আপও এবার সেভাবে এখনও সফল হতে পারনি। প্রথম ম্য়াচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনশোর কাছাকাছি রান তুলে নিয়েছিল তারা বোর্ডে। মনে করা হয়েছিল যে এবার অন্তত মরশুমে একবার তিনশোর গণ্ডি পেরিয়ে যাবে সানরাইজার্স। কিন্তু হচ্ছে তার উল্টোটাই।
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকের আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ।
কোথায় খেলা হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্সের আইপিএলের ম্যাচটি?
গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্সে হায়দরাবাদের আজকের ম্যাচটি হায়দরাবাদের হোমগ্রাউন্ড রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
কখন শুরু হবে গুজরাত বনাম সানরাইজার্সেরের আইপিএলের ম্যাচটি?
আজ রবিবার, ৬ এপ্রিল আইপিএলের এই ম্যাচ আয়োজিত হবে, খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়। টস হবে তার আধ ঘণ্টা আগে সাতটায়।
কোথায় দেখবেন গুজরাত বনাম সানরাইজার্সের ম্যাচ?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
শুভমন ও ঈশানের খুনসুটি
শুভমন ও ঈশান কিষাণ বহুদিন ধরেই একসঙ্গে খেলছেন। দুইজনে বেশ ভাল বন্ধুও। ভারতীয় দলের অনুশীলনের সময় বা ম্যাচের আগে, পরে প্রায়শই দুইজনকে একে অপরের সঙ্গে আড্ডা মারতে দেখা যায়। রবিবাসরীয় ম্যাচের আগে এই জুটিকে ফের একবার একসঙ্গে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল। গুজরাত টাইটান্সের পোস্ট করা ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে ঈশান কিষাণকে বলতে শোনা যায়, ‘আমরা এখন সিরাজের ব্যাটিং দেখছি। ভাই বল যেখানেই হোক না কেন, পা একদিকেই যায়। টাইমিং ঠিক ছিল না।’ জবাবে সিরাজও মশকরা করে বলেন, ‘মারলাম আর কই। এই তো সবে ওয়ার্ম আপ করছি।’ শুভমন তখন আবার জানান যে সিরাজকে বোলিংও করে থাকেন ঈশান। জবাবে তিনি বলেন, ‘আমার বোলিংয়ে তো ওর খেলাটা খুবই মুশকিল। ওর আত্মবিশ্বাস কমে যায়। তবে এমনি তো দারুণ ব্যাট করে ও।’ সবেশেষে সানরাইজার্সের ক্রিকেটারকে বলতে শোনা যায়, ‘আপাতত আমরা হায়দরাবাদে আছি। যতই হোক জায়গাটা তো ওর, তাই বেশি কিছু আর বলতে পারব না। তবে হ্যাঁ, ও দারুণ ব্যাটার।’
আরও দেখুন