হায়দরাবাদ: আইপিএলের প্লে অফে(IPL 2025 Play Off) কোন চার দল জায়গা করে নেবে তা নিয়ে লড়াই জমে উঠেছে। রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ বাদ দিয়ে বাকি সব দলই প্লে অফে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আছে। আজ টুর্নামেন্টের ৫৫ তম ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এখনও পর্যন্ত নিজেদের ১০ ম্য়াচের মধ্যে মাত্র তিনটি ম্য়াচে জিতে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে কামিন্সের দল, এমনটা বলাই যায়। তবে দিল্লি কিন্তু এখনও প্লে অফের লড়াইয়ে আছে। কিন্তু সেক্ষেত্রে তাদের কাছে এই ম্য়াচের ফল নিজেদের পক্ষে করে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণ গতকালের ম্য়াচে কেকেআর রাজস্থানকে হারিয়ে দেওয়ায় পয়েন্ট টেবিলে তারাও এবার বেগ দেওয়া শুরু করে দিয়েছে।
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকে আইপিএলের ৫৫ তম ম্য়াচে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদের সামনে অক্ষর পটেলের দিল্লি ক্যাপিটালস।
কোথায় খেলা হবে হায়দরাবাদ বনাম দিল্লি আইপিএলের ম্যাচটি?
সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের ম্য়াচটি হায়দরাবাদের ঘরের মাঠ রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
কখন শুরু হবে হায়দরাবাদ বনাম দিল্লির আইপিএলের ম্যাচটি?
আজ সোমবার, ২৪ এপ্রিল আইপিএলে হায়দরাবাদ বনাম দিল্লি ম্য়াচটি শুরু হবে সন্ধে ৭.৩০ -এ। টস হবে তার আধ ঘণ্টা আগে।
কোথায় দেখবেন হায়দরাবাদ বনাম দিল্লি ম্যাচ?
হায়দরাবাদ বনাম দিল্লি ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
এখনও পর্যন্ত দুটো দল মোট ২৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে পাল্লা ভারী কিন্তু সানরাইজার্সেরই। তারা ১৩ বার জয় ছিনিয়ে নিয়েচে। দিল্লি ক্যাপিটালস জয় পেয়েছে ১১ বার। ১টি ম্য়াচের কোনও ফল হয়নি। হায়দরাবাদ শিবির তাদের ঘরের মাঠ রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একনও পর্যন্ত আইপিএলে ৬২ ম্য়াচে খেলতে নেমে ৩৭ ম্য়াচ জিতেছে। ২৪ ম্য়াচে তারা হেরে গিয়েছিল। ১টি ম্য়াচের এখানেই কোনও ফল হয়নি।
আরও পড়ুন: কীভাবে প্লে অফ নিশ্চিত করতে পারে কেকেআর? কোথায় গলদ? কী বলছেন রায়াডু?
আরও দেখুন