হায়দরাবাদ: অল্পের জন্য প্রাণে বাঁচলেন সানরাইজার্স হায়দরাবাদ শিবির। এই মুহূর্তে আইপিএল চলছে। হায়দরাবাদে বানজারা হিলসে পার্ক হায়াত হোটেলের থাকছেন প্যাট কামিন্স, অভিষেক শর্মারা। সেই হোটেলেই আগুন লেগে গেল সোমবার ১৪ এপ্রিল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের শেষ ম্য়াচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স শিবিরে। ঘরের মাঠে বিশাল রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নিয়েছিল কমলা ব্রিগেড। খুশির খবরের মাঝেই এদিন চিন্তার ভাঁজ পড়েছিল সবার কপালে। বানজারা হিলসের পার্ক হায়াত হোটেলের থার্ড ফ্লোরে ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা। সেই ফ্লোরেই একটি স্পা রয়েছে, সেখানেই আগুন লেগে যায় বলে খবর। যদিও হোটেল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত প্লেয়ারদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, আপাতত সবাই সুস্থ রয়েছেন।
এদিন সকালে আগুন লেগে যাওয়ার খবর প্রথম এক হোটেল কর্মী দেখতে পান। দ্রুত তিনি দমকলে খবর দিয়েছিলেন। দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তখনও গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে ছিল। এদিকে সাতসকালে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পথচলতি মানুষও। হোটেলের তরফে জানানো হয়েছে কোনও প্লেয়ারের কোনও আঘাত লাগনি।
নিজেদের শেষ ম্য়াচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল হায়দরাবাদ শিবির। প্রথমে ব্যাট করে শ্রেয়স আইয়ারের দল পাহাড়প্রমাণ ২৪৫ রান তুলেছিল। এই ম্যাচ জিততে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সবথেকে বড় রান তাড়া করে জিততে হত সানরাইজার্স। ঠিক সেটাই করে দেখাল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। শুধু জিতলই না তাঁরা, জিতল নয় বল ও আট উইকেট বাকি রেখে। সৌজন্যে অভিষেক শর্মা।
চলতি মরশুমে অভিষেক বড় রান পাচ্ছিলেন না। তাঁকে নিয়ে খানিক প্রশ্নও উঠছিল। তবে আজ রাতে উপ্পলে উঠল অভিষেক-ঝড়। আর সেই ঝড়েই উড়ে গেল পাঞ্জাব কিংস। সেঞ্চুরি হাঁকালেন অভিষেক ৫৫ বলে ১৪টি চার ও ১০ ছক্কার সুবাদে সানরাইজার্স ওপেনার খেললেন ১৪১ রানের ইনিংস। তাঁর এই ইনিংসে একাধিক ইতিহাসও তৈরি হল। কেএল রাহুলকে পিছনে ফেলে আইপিএল হিসাবে ভারতীয় হিসাবে সর্বকালের সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস খেললেন অভিষেক। ১৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। সেঞ্চুরি আসে ৪০ বলে। হায়দরাবাদের মাঠেও এটি দ্রুততম সেঞ্চুরি।
আরও পড়ুন: সম্পূর্ণ ফিট ময়ঙ্ক, যোগ দিচ্ছে লখনউ শিবিরে, কবে থেকে মাঠে নামছেন স্পিডস্টার?
আরও দেখুন