NOW READING:
নবাগত অনিকেতের দুরন্ত ক্যামিও, একাই পাঁচ শিকার স্টার্কের, ১৬৩ তেই আটকে গেল সানরাইজার্স
March 30, 2025

নবাগত অনিকেতের দুরন্ত ক্যামিও, একাই পাঁচ শিকার স্টার্কের, ১৬৩ তেই আটকে গেল সানরাইজার্স

নবাগত অনিকেতের দুরন্ত ক্যামিও, একাই পাঁচ শিকার স্টার্কের, ১৬৩ তেই আটকে গেল সানরাইজার্স
Listen to this article



<p style="text-align: justify;"><strong>বিশাখাপত্তনম:</strong> <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংটাই গেমপ্ল্যানে থাকে তাঁদের। কিন্তু বারবার এই দলের ব্যাটিং লাইন আপটা থমকে যায় উল্টোদিকে মিচেল স্টার্ক থাকলে। সানরাজার্স হায়দরাবাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপের শুরুতেই ভাঙন ধরিয়েছিলেন গতবার স্টার্ক <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> জার্সিতে। নাইটরা অজি পেসারকে ছেড়ে দিলেও দায়িত্ব পালনে কোনও ত্রুটি রাখলেন না। দিল্লি ক্যাপিটালসের জার্সিতেও সেই একাই কাজটা করলেন। ফের একবার সানরাইজার্সকে আটকে দিলেন। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। কমলা জার্সিধারীদের হয়ে একমাত্র সম্বল ছিল নবাগত অনিকেত বর্মার দুরন্ত ক্যামিও। ঝোড়ো অর্ধশতরানের ইনিংস উপহার দিলেন এই তরুণ ভারতীয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তিনশোর লক্ষ্য নিয়ে নামা হায়দরাবাদ শিবির বোর্ডে তুলতে পারল মাত্র ১৬৩ রান।&nbsp;</p>
<p style="text-align: justify;">এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স। দিল্লি ক্যাপিটালস একাদশে শুধু ঢুকে পড়েছিলেন কে এল রাহুল। সমীর রিজভির পরিবর্ত হিসেবে দলে ঢোকেন তিনি। সানরাইজার্সের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন অভিষেক ও ট্রাভিস হেড। দিল্লির হয়ে প্রথম ওভার বল করতে এসেছিলেন মিচেল স্টার্ক। প্রথম ওভারেই দুটো বাউন্ডারি হাঁকিয়ে খেলার রাশ ধরে নিতে চেয়েছিলেন হেড। কিন্তু পঞ্চম বলে নিজের পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য খেসারত দিতে হয় দলকে। অভিষেক রান আউট হয়ে ফিরে যান। ব্যস, এরপর থেকেই ক্রমেই উইকেট পড়া শুরু হয় হায়দরাবাদ শিবিরের। নিজের প্রথম স্পেলেই ঈশান কিষাণ ও নীতীশ রেড্ডিকে ফিরিয়ে দেন দ্রুত অজি পেসার। প্রথম ম্যাচে শতরান হাঁকানোর পর আগের ম্য়াচ খাতা খুলতে পারেননি ঈশান। এদিন ফিরলেন মাত্র ২ রান করে। অন্যদিতে নীতীশ খাতাই খুলতে পারেননি এদিন। হেড ১২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে স্টার্কের বলেই ক্যাচ আউট হয়ে ফিরে যান। ৩৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল সানরাইজার্স শিবির। সেখান থেকে দলের হাল ধরেন ক্লাসেন ও তরুণ অনিকেত বর্মা। ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন ক্লাসেন। তিনি মোহিত শর্মার বলে আউট হন। তবে এদিন ব্যাট হাতে গোটা স্টেডিয়ামের নজর কাড়লেন তরুণ অনিকেত। ৪১ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেললেন। পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ছক্কা হাঁকালেন ২৩ বছরের এই ব্যাটার। কুলদীপের বলে ক্যাচ আউট হতে হল তাঁকে। জ্য়াক ফ্রেসার ম্য়াকগুর্ক অবিশ্বাস্য ক্যাচ লুফলেন। তিনি ফিরে য়াওয়ার পর আর বেশি রান বোর্ডে তুলতে পারেনি সানরাইজার্স।&nbsp;</p>
<p style="text-align: justify;">নিজের দ্বিতীয় স্পেলে এসে দুই টেল এন্ডারকে তুলে নেন স্টার্ক। কফিনে শেষ পেরেক পুঁতে দেন। ৩.৪ ওভারের স্পেলে ৩৫ রান খরচ করেন অজি পেসার। বাকিদের মধ্যে কুলদীপ যাদব ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন।&nbsp;</p>



Source link