NOW READING:
গিলের ঝোড়ো ৮৪, বাটলারের অর্ধশতরান, রাজস্থানের বিরুদ্ধে দুশোর গণ্ডি পেরিয়ে গেল গুজরাত
April 28, 2025

গিলের ঝোড়ো ৮৪, বাটলারের অর্ধশতরান, রাজস্থানের বিরুদ্ধে দুশোর গণ্ডি পেরিয়ে গেল গুজরাত

গিলের ঝোড়ো ৮৪, বাটলারের অর্ধশতরান, রাজস্থানের বিরুদ্ধে দুশোর গণ্ডি পেরিয়ে গেল গুজরাত
Listen to this article


জয়পুর: টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। শক্তিশালী গুজরাত টাইটন্সের (Gujrat Titans) বিরুদ্ধে আন্ডারডগ হিসেবেই এদিন মাঠে নেমেছিলেন রিয়ানরা। কিন্তু অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের সতীর্থই যেই রাজস্থান বোলারদের নিয়ে ছিনিমিনি খেলবেন এদিন, তা হয়ত আশা করেননি রিয়ানও। জোফ্রা থেকে সন্দীপ, ২ লঙ্কা স্পিনার থিকসানা ও হাসারাঙ্গা কাউকেই রেয়াত করলেন না শুভমন গিল। গুজরাত অধিনায়কের ব্যাট থেকে এল ঝোড়ো ৮৪ রানের ইনিংস। অর্ধশতরানের ইনিংস খেলে গিলকে যোগ্য সঙ্গ দিলেন জস বাটলারও। গুজরাতও বোর্ডে ২০ ওভারে ২০৯/৪ তুলে ফেলল। 

ওপেনিংয়ে সাই সুদর্শনের সঙ্গে নেমেছিলেন গিল। বাটলার গুজরাত শিবিরে যোগ দেওয়ার পর তিন নম্বরে নামছেন। এতে দলের ব্যাটিং ভারসাম্যও ঠিক থাকছে। অন্য ম্য়াচে সুদর্শন চালিয়ে খেললেও এদিন শুরু থেকেই গিল ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ওপেনিং জুটিতে দুজনে মিলে বোর্ডে ১০ ওভারে ৯৩ রান যোগ করেন। গুজরাত শিবিরে প্রথম আঘাত হানেন থিকসানা। ৩০ বলে ৩৯ রান করে আউট হন সুদর্শন। চারটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি। এরপর বাটলার ও গিল মিলে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনেই এরপর চালিয়ে খেলা শুরু করেন। তুয়ার পাণ্ডেকে বসিয়ে রাজস্থান এদিন খেলিয়েছিল যুধভির সিংহকে। কিন্তু নিজের ৩ ওভারে ৩৮ রান খরচ করলেও এদিন কোনও উইকেট পেলেন না তিনি। গিল তো বেশ কয়েকবার মাঠের বাইরেও ফেললেন তাঁকে। বাটলার আবার স্পিন আক্রমণেোর বিরুদ্ধে বেশি মারমুখি ছিলেন। হাসারাঙ্গাকে এক ওভারে ২৪ রান দিলেন। দলের ১৬৩ রানের মাথায় গিল ফেরেন থিকসানার বলে ক্যাচ আউট হয়ে। ৫০ বলে ৮৪ রানের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান তিনি। গিল ফেরার পর ওয়াশিংটন সুন্দর ও রাহুল তেওয়াটিয়াও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তবে বাটলার উল্টোদিকে দলের স্কোরবোর্ড সচল রাখার কাজটা করে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত ২৬ বলে ৫০ রান করে অপরাজিত থেকে যান তারকা উইকেট কিপার ব্যাটার। নিজের ইনিংসে তিনটি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান বাটলার।

রাজস্থান বোলারদের মধ্যে দুটো উইকেট নেন থিকসানা, একটি করে উইকেট পান সন্দীপ শর্মা ও জোফ্রা আর্চার।

আরও পড়ুন: গুজরাতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ 

আরও দেখুন



Source link