NOW READING:
গোটা মাঠে অন্ধকার, আলোর রোশনাইয়ে স্পটলাইট কাড়লেন শাহরুখ, আর তারপর…?
March 22, 2025

গোটা মাঠে অন্ধকার, আলোর রোশনাইয়ে স্পটলাইট কাড়লেন শাহরুখ, আর তারপর…?

গোটা মাঠে অন্ধকার, আলোর রোশনাইয়ে স্পটলাইট কাড়লেন শাহরুখ, আর তারপর…?
Listen to this article



<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> হাইভোল্টেজ ম্য়াচ ইডেনে। আঠারোতম আইপিএলের প্রথম ম্য়াচেই মুখোমুখি <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>-আরসিবি। ইডেনে ম্য়াচ, আর তিনি উপস্থিত থাকবেন না তা আবার হয় নাকি! আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে নামলেন তিনি। গোটা মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ তাঁর ওপর আলো পড়ল, স্পটলাইন পুরোটা কেড়ে নিলেন তিনি একাই। গোটা মাঠজুড়ে তখন শাহরুখ শাহরুখ শব্দব্রহ্ম। আগে থেকেই ঠিক ছিল যে শাহরুখের সঞ্চালনাতেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। লাল, নীল, হলুদ, সবুজ আলোর রিফ্লেক্স আর বাদশার উদ্বোধনী বার্তায় আরও যেন প্রাণ ফিরে পেল ইডেন।</p>
<p style="text-align: justify;">প্রথমেই আঠারোতম আইপিএল আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানালেন শাহরুখ। এরপর বলেন, ”আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ইভেন্ট।” তবে এরপরই শাহরুখের সেই বিখ্যাত পাঠান ছবির সংলাপ যা গোটা ইডেনকে মাতোয়ারা করে দিল। তিনি বলেন, ”পার্টি পাঠান কে ঘর রাখোগে তো মেহমান নাওয়াজি কে লিয়ে পাঠান খুদ আয়োগা অউর পাটাকে ভি লায়েগা।” কলকাতায় পা রাখার পরই নিজের সোশ্য়াল মিডিয়ায় এই বার্তাটি দিয়েছিলেন শাহরুখ। এবার ইডেনেই হচ্ছে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের উদ্বােধনী অনুষ্ঠান। সেই বিষয়টি মাথায় রেখেই হয়ত এই বার্তাটি সবাইকে দিতে চেয়েছেন কিং খান। আর শাহরুখ যেখানে উপস্থিত থাকবেন সেখানে&nbsp;&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>



Source link