NOW READING:
‘আমরা জানতাম ওঁ বিশ্বমানের বোলার..’, আর্চারকে দরাজ সার্টিফিকেট সন্দীপ শর্মার
April 6, 2025

‘আমরা জানতাম ওঁ বিশ্বমানের বোলার..’, আর্চারকে দরাজ সার্টিফিকেট সন্দীপ শর্মার

‘আমরা জানতাম ওঁ বিশ্বমানের বোলার..’, আর্চারকে দরাজ সার্টিফিকেট সন্দীপ শর্মার
Listen to this article



<p style="text-align: justify;"><strong>চণ্ডীগড়:</strong> রাজস্থান রয়্যালসের জার্সিতে তাঁর প্রথম দুটো ম্য়াচের পারফরম্য়ান্স চাপ তৈরি করেছিল দলেই। কিন্তু ধীরে ধীরে ফর্মে ফিরছেন জোফ্রা আর্চার। রাজস্থান রয়্যালসের জার্সিতে দীর্ঘদিন ধরেই খেলছেন ইংল্যান্ডের তারকা পেসার। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ২৫ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। পাঞ্জাবের বিরুদ্ধে ৫০ রানে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই ম্য়াচে আর্চারের সঙ্গে রাজস্তানের বোলিং লাইন আপকে ভরসা জোগান থিকসানা, সন্দীপ শর্মা।</p>
<p style="text-align: justify;">ম্য়াচের পর সন্দীপ শর্মা বলেন, ”জোফ্রা প্রথমে একটু ছন্দ খুঁজে পাচ্ছিল না। কিন্তু আমরা সবাই ওঁর ওপর ভরসা রেখেছিলাম। আমরা জানতাম জোফ্রা বিশ্বমানের বোলার। ও বোলিং লাইন আপে যে ভরসা নিয়ে আসে, তা অনেকেই পারে না। ওঁর স্কিল লেভেলটাই আলাদা রকমের।”</p>



Source link