NOW READING:
কনুইয়ের চোটে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন রুতুরাজ, চেন্নাইয়ের বাকি ম্য়াচে নেতৃত্বে ধোনি
April 10, 2025

কনুইয়ের চোটে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন রুতুরাজ, চেন্নাইয়ের বাকি ম্য়াচে নেতৃত্বে ধোনি

কনুইয়ের চোটে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন রুতুরাজ, চেন্নাইয়ের বাকি ম্য়াচে নেতৃত্বে ধোনি
Listen to this article



<p style="text-align: justify;"><strong>চেন্নাই:</strong> দল একেবারেই ভাল পরিস্থিতিতে নেই। ৫ ম্য়াচ খেলে এখনও পর্যন্ত মাত্র ১টি ম্য়াচে জিতেছে চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলে নয় নম্বরে রয়েছে দলটি। এবার টুর্নামেন্টের মাঝেই ধাক্কা খেল পাঁচবারের চ্য়াম্পিয়ন দলটি। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড চোটের জন্য ছিটকেই গেলেন পুরো টুর্নামেন্ট থেকে। অর্থাৎ আগামীকাল <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ের বিরুদ্ধে মহারণেও রুতুরাজকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে মহেন্দ্র সিংহ ধোনিই সিএসকের অধিনায়ক হিসেবে ফের মাঠে নামবেন। আজ, বৃহস্পতিবার ১০ এপ্রিল এই বিষয়ে নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।</p>
<p style="text-align: justify;">ধোনির নেতৃত্বে এর আগে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১, ২০২৩ মরশুমে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছিল। টুর্নামেন্টের সবচেয়ে সফল দুটো দল চেন্নাই ও মুম্বই। দুটো দলই পাঁচবার করে খেতাব জিতেছে। <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> শর্মার নেতৃত্বে মুম্বই চ্য়াম্পিয়ন হয়েছিল ৫ বার। ধোনি ও রোহিত দুজনেই এখন আর আইপিএলে নেতৃত্বভার সামলান না। রুতুরাজ গায়কোয়াড গত দুই মরশুম ধরে নেতৃত্ব দিচ্ছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের। এবার অবশ্য ফের মাহিকে নেতৃত্বের ব্যাটন নিয়ে দেখা যাবে।&nbsp;</p>
<p style="text-align: justify;">ফ্লেমিং বলছেন, ”রুতুরাজ গায়কোয়াড চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। কনুইয়ে চোট রয়েছে ওঁর। আমাদের কাছে অধিনায়ক হিসেবে অন্য অনেকেই ছিলেন বিকল্প হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত ধোনিকেই আমরা বেছে নিয়েছি। ওঁ নিজেও তৈরি দায়িত্ব নেওয়ার জন্য। কারণ এই পরিস্থিতিত সম্পর্কে ওঁর থেকে ভাল আর কেউ জানেন না।” এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২৩৫ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কোনও একটি ফ্র্যাঞ্চাইজির জার্সিতে এতগুলো ম্য়াচে নেতৃত্ব কোনও অধিনায়ক দেননি।</p>



Source link