NOW READING:
টানা হারের জর্জরিত রাজস্থান, বিরাটদের ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবেন পরাগরা?
April 24, 2025

টানা হারের জর্জরিত রাজস্থান, বিরাটদের ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবেন পরাগরা?

টানা হারের জর্জরিত রাজস্থান, বিরাটদের ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবেন পরাগরা?
Listen to this article



<p style="text-align: justify;"><strong>বেঙ্গালুরু:</strong> খারাপ সময় কোনওভাবেই কাটছে না রাজস্থান রয়্যালসের। একেই সঞ্জু স্যামসনকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় রাজস্থান আদৌ পাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে একের পর এক ম্যাচ হেরেই চলেছে দল। স্যামসনের অনুপস্থিতিতে রিয়ান পরাগ দলের দায়িত্বভার সামলাচ্ছে। কিন্তু কোনও বদল নেই ফলে। আজ আরও একবার মাঠে নামছে রাজস্থান শিবির। এবার সামনে আরসিবি।</p>
<p style="text-align: justify;">এখনও পর্যন্ত এবারের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে আরসিবির যা ফর্ম তাতে সমর্থকরা এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখতেই পারেন। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫ ম্যাচেই ছিনিয়ে নিয়েছে রজত পাতিদারের দল। ব্যাটিং লাইন আপে ফিল সল্ট, টিম ডেভিডরা আসার পর থেকে টপ থেকে লোয়ার অর্ডার বেশ শক্তিশালী হয়েছে। আবার বোলিং লাইন আপে ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউডরা পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া স্পিনার অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যও প্রতি ম্যাচে কার্যকরী ভূমিকা নিচ্ছেন দলের সাফল্যে।&nbsp;</p>
<p style="text-align: justify;">রাজস্থান রয়্যালস অন্যদিকে এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ২টো ম্যাচ জিতে ঝুলিতে ৪ পয়েন্টই পুরতে পেরেছে৷ পয়েন্ট টেবিলে তারা আট নম্বরে রয়েছে।&nbsp;</p>
<p style="text-align: justify;">এখনও পর্যন্ত আরসিবি ও রাজস্থানের মুখোমুখি মহারণে কিছুটা হলেও এগিয়ে বিরাট বাহিনীই। ৩২ বার এখনও পর্যন্ত আমনে সামনে হয়েছে দুটো দল। তার মধ্যে ১৬ বার জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি। অন্যদিকে ১৪ বার ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। দুটো ম্যাচের কোোনও ফল নির্ধারিত হয়নি।&nbsp;</p>
<p style="text-align: justify;"><br /><br /></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>



Source link