NOW READING:
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অক্ষর পটেল, প্রথমে ফিল্ডিং করবে বিরাটের আরসিবি
April 10, 2025

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অক্ষর পটেল, প্রথমে ফিল্ডিং করবে বিরাটের আরসিবি

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অক্ষর পটেল, প্রথমে ফিল্ডিং করবে বিরাটের আরসিবি
Listen to this article


বেঙ্গালুরু: আইপিএলে আজকের ম্যাচে এমন দুই দলের লড়াই যারা এতদিন পর্যন্ত কোনও খেতাল না জিতলেও, এবারের মরশুমের শুরু থেকে নিজেদের প্রথম খেতাব জয়ের বড় দাবিদার হিসাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। কথা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালসের (Royal Challengers Bengaluru vs Delhi Capitals)। লিগ তালিকায় দুই দলের একটি দ্বিতীয় এবং একটি তৃতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচে বড় জয় কিন্তু একজনকে লিগ টপারের জায়গা পাইয়ে দিতে পারে। তাই স্বাভাবিকভাবেই আজকের ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ রয়েছে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিন্তু আরসিবিই পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে এবং বেশ খানিকটা এগিয়ে। দিল্লির বিরুদ্ধে ৩১ ম্যাচে মুখোমুখি হয়ে বিরাট কোহলিরা মোট ১৯টি ম্যাচ জিতেছেন। সেখানে দিল্লি জিতেছে ১১টি ম্যাচ। এক ম্যাচের কোনও ফলাফল বের হয়নি। এমনকী বিগত পাঁচ সাক্ষাৎকারেরও চারটি গিয়েছে আরসিবির পক্ষেই। চিন্নাস্বামীতে ১২ ম্যাচে দিল্লির জয়ের সংখ্যা মাত্র চারটি। অর্থাৎ অতীত পরিসংখ্যান আরসিবির পক্ষেই। তবে এবার সেই পরিসংখ্যান পিছনে ফেলে জয়ের লক্ষ্যেই নামবে অপরাজেয় দিল্লি।

পিচ রিপোর্ট 

চিন্নাস্বামী মানেই ছোট মাঠ, সুন্দর বাউন্স এবং গতি, এক কথায় ব্যাটারদের স্বর্গরাজ্য। এই ম্যাচেও এর অন্যথা হওয়ার সম্ভাবনা নেই। তবে দ্বিতীয় ইনিংসের শুরুর দিকে ফাস্ট বোলাররা কয়েক ওভার বল স্যুইং করার সুবিধা পেলেও পেতে পারেন। তাই এক হাই স্কোরিং ম্যাচের প্রবল সম্ভাবনা রয়েছে।



Source link