লখনউ: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ঋষভ পন্থের। আইপিএলের নিলামে তাঁকেই সবচেয়ে বেশি টাকা খরচ করে দলে নিয়েছিল লখনউ সুপারজায়ান্টস। মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে জার্সি প্রকাশের অনুষ্ঠানেও বেশ খোশমেজাজে, হাসিখুশি দেখাচ্ছিল তাঁকে। কিন্তু টুর্নামেন্ট যত এগােচ্ছে, ততই যেন সেই হাসি ফিকে হয়ে যাচ্ছে। তার মূলে ঋষভের নিজের পারফরম্য়ান্স ও দলের ব্যর্থতা। তিনটি ম্য়াচ খেলতে নেমে এখনও পর্যন্ত মাত্র ১৭ রান করতে পেরেছেন পন্থ। উইকেটের পেছনেও ভুল করেছেন। দিল্লি ম্যাচে জঘন্য স্টাম্পিং মিস করেছেন। মঙ্গলবার পাঞ্জাব ম্য়াচ হারের পর আবার আরও একটি ছবিও ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে লখনউ সুপারজায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা কিছু বোঝাচ্ছেন পন্থকে। যদিও গোয়েঙ্কার মুখ দেখেই মনে হচ্ছে যে তিনি একেবারেই সন্তুষ্ট নন দল ও দলের অধিনায়কের পারফরম্য়ান্সে। তাহলে কি গত মরশুমে কে এল রাহুলের সঙ্গে যেমনটা হয়েছিল, এবার পন্থের সঙ্গেও তেমনটাই হবে?
গত মরশুমে টুর্নামেন্টের শেষ হতে হতে লখনউ সাত নম্বরে শেষ করেছিল। আর এবার তিনটি ম্য়চের পর পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ৬ নম্বরে রয়েছে লখনউ সুপারজায়ান্টস। ম্য়াচের পর পন্থকে বলতে শোনা গিয়েছিল, “আমাদের ২০-২৫ রান কম হয়েছিল। কিন্তু এটা খেলারই একটা অঙ্গ। আমরা এখনও আমাদের হোমগ্রাউন্ডের পিচের পরিস্থিতি বুঝতে পারছি না। যদি শুরুতেই এতগুলো উইকেট পড়ে যায়, তবে কোনওভাবেই বড় রান বোর্ডে তোলা সম্ভব হয় না। যদিও প্রত্যেক প্লেয়ার তাঁদের সাধ্যমত চেষ্টা করেছে খেলাটা যতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়।”
আগামী শুক্রবার লখনউয়ের পরবর্তী ম্য়াচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। হার্দিক পাণ্ড্যর দল আবার নিজেদের প্রথম দুটো ম্য়াচে টানা হারের পর কেকেআরের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরেছে। দুটো দলের কাছেই কিন্তু শুক্রবারের ম্য়াচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
“Hum top 4 se girke CSK MI ke beech aa gaye.”
“Captaincy dete time Aapne hi toh bola tha LSG ko CSK-MI ke paas le jana.” pic.twitter.com/1Eu9W183LK
— Silly Point (@FarziCricketer) April 1, 2025
Sanjiv Goenka started abusing Rishabh Pant in the Dressing Room after losing LSG vs PBKS IPL match again.#SanjivGoenka #RishabhPant #LSGvPBKS #IPL2025 🔥 pic.twitter.com/qlJsiGtyaV
— 🏏 (@Crickaith) April 1, 2025
Never seen a bigger clown than Goenka if your team going through a bad phase , your team members needs support not scolding
You never be like MI’s owner or CSK’s owner @DrSanjivGoenka pic.twitter.com/HFhlOACwM6
— FIRE⁴⁵ 2.0 (@RagingFire_45) April 1, 2025
আরও দেখুন