NOW READING:
বৃষ্টির সম্ভাবনা প্রবল, চিন্নাস্বামীতে ভেস্তে যেতে পারেন বিরাট-ধোনি ডুয়েল
May 3, 2025

বৃষ্টির সম্ভাবনা প্রবল, চিন্নাস্বামীতে ভেস্তে যেতে পারেন বিরাট-ধোনি ডুয়েল

বৃষ্টির সম্ভাবনা প্রবল, চিন্নাস্বামীতে ভেস্তে যেতে পারেন বিরাট-ধোনি ডুয়েল
Listen to this article



<p style="text-align: justify;"><strong>বেঙ্গালুরু:</strong> <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> এবার আরসিবি দুর্দান্ত ছন্দে। পয়েন্ট টেবিলে ১১ ম্যাচের পর ঝুলিতে ১৪ পয়েন্ট। আর একটি জয় মানেই প্লে অফ নিশ্চিত প্রায়। তবে এই পরিস্থিতিতে শনিবার চিন্নাস্বামীতে ঘরের মাঠে বিরাট শিবিরের সামনে বড় বাধা কিন্তু প্রতিপক্ষ চেন্নাইসুপার কিংস নয়। বড় বাধা হয়ে উঠতে পারে আবহাওয়া, বৃষ্টি। আর যার জন্য, খেলায় পণ্ড হয়ে যেতে পারে।</p>
<p style="text-align: justify;">আসলে গত দু দিন ধরে বেঙ্গালুরুতে টানা বৃষ্টি হচ্ছে। যেই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা শনিবারও। ইন্ডিয়ান মেটেরোলজিকাল বিভাগের তরফে জানানো হয়েছে, "খারাপ আবহাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ঝড়ও হতে পারে হালকা বিকেল বিকেল বা সন্ধের দিকে।" সিএসকের ম্যাচের আগের দিন অনুশীলনেও বৃষ্টি ব্যাঘাত সৃষ্টি করেছে। বিকেল ৩টের সময় ধোনি বাহিনী অনুশীলনে নামলেও মাত্র ৪৫ মিনিটই অনুশীলন করতে পেরেছিলেন তারা। এরপরই বৃষ্টি শুরু হয়। যার জন্য ৪.৩০টায় মাঠ ছাড়তে হয় চেন্নাই শিবিরকে।</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>



Source link