জয়পুর: ‘বিস্ময় কিশোর’ বৈভব সূর্যবংশীর দুরন্ত শতরান, গুজরাতকে ৮ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস। রেকর্ড গড়ে শতরান পূরণ করলেন বিহারের ১৪ বছরের বৈভব। নিজের ইনিংসে ৭টি বাউন্ডারি ও ১১টি ছক্কা হাঁকালেন এই কিশোর ব্যাটার। যখন আউট হলেন তখন নামের পাশে জ্বলজ্বল করছে ১০১ রান। ৩৮ বছরের এই ইনিংসটিই রাজস্থানের জয়ের ভিত গড়ে দেয়। সঙ্গে ৭০ রানের অপরাজিত ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল।
২১০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এমনিতেই পয়েন্ট টেবিলের যা হাল রাজস্থানের তাতে বাদবাকি ম্যাচগুলো জিতলেও প্লে অফের টিকিট পাওয়া অনিশ্চিতই বলা চলে। তবুও একটা মরিয়া চেষ্টা ছিল। সেইজন্যই শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেছিলেন জয়সওয়াল ও বৈভব। বিশেষ করে ১৪ বছরের কিশোরের মারমুখি ইনিংসের সামনে এদিন কোনও গুজরাত বোলারই রক্ষা পেলেন না। মাত্র ১৭ বলে অর্ধশতরান পূরণ। এরপর ৩৫ বলে শতরান। ক্রিস গেলের রেকর্ড একটুর জন্য অক্ষত থেকে গেল। বৈভব ফিরে যাওয়ার পরও ম্যাচে ১ উইকেট হারিয়েছিল রাজস্থান। কিন্তু তাতে দলের জয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি।
আরও দেখুন