NOW READING:
রাজস্থানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার
April 13, 2025

রাজস্থানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার

রাজস্থানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার
Listen to this article



<p><strong>জয়পুর:</strong>&nbsp;<a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের উদ্বোধনী মরশুমেই শেন ওয়ার্নের নেতৃত্বে টুর্নামেন্টে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান রয়্যালস। অন্য়দিকে গত সতেরাে মরশুম ধরে টুর্নামেন্টে খেলার পরও একবারও শিরোপা জিততে পারেনি রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিবার নিলাম থেকে শক্তিশালী দল গড়লেও শেষ পর্যন্ত তীরে এস তরী ডোবে বারবার। এবারও আরসিবি নিলাম থেকে হ্যাজেলউড, সল্ট, ভুবনেশ্বরের মত তারকাদের দলে নিয়েছে। এখনও পর্যন্ত প্রথম পাঁচে থাকলেও দলের ব্যাটিং অর্ডারে বিরাট কোহলির স্লথ গতির ব্যাটিং কিছুটা চিন্তা তৈরি করেছে আরসিবি শিবিরে। আজ রাজস্থান রয়্যালস সামনে। যাঁদের বিরুদ্ধে মুখোমুখি মহারণে সেয়ানে সেয়ানে টক্কর। মোট ২৯ বারের সাক্ষাতে ১৫ বার জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি অন্যদিকে ১৪ বার জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান শিবির। অর্থাৎ কোনও দলই কিন্তু একাধিপত্য বজায় রাখতে পারেনি।</p>
<div class="media-box">
<p>রিস্ট স্পিনারদের বিরুদ্ধে আরসিবি ব্য়াটিং লাইন আপের মিডল অর্ডারের লড়াই কোথাও না কোথাও এই ম্য়াচের আসল টাসল হতে চলেছে। আগের ম্য়াচে রাজস্থানের জার্সিতে খেলতে দেখা যায়নি ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। কারণ ব্যক্তিগত কারণের জন্য খেলেননি তিনি। তাঁর পরিবর্তে ফাজাল্লাখ ফারুখি খেলেছিলেন। তবে আজ আরসিবির বিরুদ্ধে হাসারাঙ্গা ফিরতে পারেন একাদশে। হাসারাঙ্গা খেললেও কার্তিকেয়কেও খেলানো হতে পারে প্রথম একাদশে। রাজস্থানের পেস অ্য়াটাকে সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডেরা খেলবেন।</p>
</div>



Source link