NOW READING:
জয়ের সরণিতে ফেরার লড়াই দু দলের, আজ কখন, কোথায় দেখবেন রাজস্থান-আরসিবি দ্বৈরথ?
April 13, 2025

জয়ের সরণিতে ফেরার লড়াই দু দলের, আজ কখন, কোথায় দেখবেন রাজস্থান-আরসিবি দ্বৈরথ?

জয়ের সরণিতে ফেরার লড়াই দু দলের, আজ কখন, কোথায় দেখবেন রাজস্থান-আরসিবি দ্বৈরথ?
Listen to this article


জয়পুর: দুটো দলই তাদের শেষ ম্যাচে হেরেছে। নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার স্বীকার করেছে RCB। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে আমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। পয়েন্ট টেবিলে প্রথম চারে নেই এই মুহূর্তে দুটো দলই। তাই আজ রবিবার ডাবল হেডারের প্রথম মহারণটি খুবই উত্তেজক হতে চলেছে। কারণ মুখোমুখি হতে চলেছে আরসিবি ও রাজস্থান। নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে সঞ্জু স্যামসনের দল। 

আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?

আজকের আইপিএলে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে রজত পাতিদারের আরসিবি

কোথায় খেলা হবে রাজস্থান বনাম আরসিবি আইপিএলের ম্যাচটি?

রাজস্থান রয়্যালস বনাম আরসিবির মধ্যে আজকের ম্যাচটি রাজস্থানের ঘরের মাঠ সোয়াই মান সিংহ স্টেডিয়ামে হবে

কখন শুরু হবে রাজস্থান বনাম আরসিবির আইপিএলের ম্যাচটি?

আজ রবিবার, ১৩ এপ্রিল আইপিএলে রাজস্থান বনাম আরসিবির ম্য়াচটি শুরু হবে বিকেল ৩.৩০ -এ। টস হবে তার আধ ঘণ্টা আগে

কোথায় দেখবেন রাজস্থান বনাম আরসিবি ম্যাচ?

রাজস্থান বনাম আরসিবি ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।

অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।

 


আরসিবির সবচেয়ে বড় ব্য়াটিং তারকা বিরাট কোহলি। কিন্তু চলতি মরশুমে সেভাবে এখনও বিরাটোচিত পারফরম্য়ান্স দেখা যায়নি। স্ট্রাইক রেটও অনেক নেমে গিয়েছে। অর্ধশতরানের ইনিংস খেললেও অনেক বল নষ্ট করছেন। যার ফলে মিডল অর্ডারে চাপ বাড়ছে। তবে ফিল সল্টের পাওয়ার প্লে-তে ঝোড়ো ব্যাটিং কিন্তু আরসিবির প্লাস পয়েন্ট। তাঁকে অবশ্য সতর্ক থাকতে হবে জোফ্রা আর্চারের সামনে। কারণ প্রথম দিকে কয়েকটি ম্য়াচে জোফ্রা ছন্দে না থাকলেও টুর্নামেন্ট যত এগিয়েছে ততই জ্বলে উঠছেন ইংল্যান্ডের পেস বোলার। আরসিবির ২ বর্ষীয়াণ পেসার জস হ্যাজেলউড ও ভুবনেশ্ব কুমারের চার চার আট ওভার কিছুটা চাপে রাখবে রাজস্থান ব্রিগেডকে। এখন দেখার শেষ হাসি কে হাসেন?

আরও পড়ুন: ফুটবলারদের পাশাপাশিও মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব কাদের দিলেন কোচ মোলিনা

আরও দেখুন





Source link