<p style="text-align: justify;"><strong>জয়পুর:</strong> আইপিএলে আজ দুই ইংরেজের মুখোমুখি মহারণ। আগে ২ জনই রাজস্থান রয়্যালসে (Rajas) খেলতেন। কিন্তু চলতি মরশুম শুরুর আগে জস বাটলারকে ছেড়ে দেয় রয়্যালস শিবির। জাতীয় দলের সতীর্থ জোফ্রা আর্চারের বিরুদ্ধে আজ ২২ গজে উল্টোদিকে খেলতে নামবেন বাটলার। হ্যাঁ, আইপিএলে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত টুর্নামেন্টে দুটো দল দুটো গোলার্ধে অবস্থান করছে। গুজরাত পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস চলতি মরশুমের পয়েন্ট টেবিলে নয় নম্বরে রয়েছে। আজ দুটো দল কখন, কোথায় খেলবে নামবে একে অপরের বিরুদ্ধে তা একবার দেখে নেওয়া যাক – – – - </p>
<p><strong>আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?</strong></p>
<p>আজকের আইপিএলে রিয়ান পরাগের রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে শুভমন গিলের গুজরাত টাইটান্স।</p>
<p><strong>কোথায় খেলা হবে রাজস্থান বনাম গুজরাতের আইপিএলের ম্যাচটি?</strong></p>
<p>রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের মধ্যে আজকের ম্যাচটি রাজস্থানের ঘরের মাঠ সোয়াই মানসিং স্টেডিয়ামে খেলা হবে।</p>
<p><strong>কখন শুরু হবে রাজস্থান বনাম গুজরাতের আইপিএলের ম্যাচটি?</strong></p>
<p>আজ সোমবার, ২৮ এপ্রিল আইপিএলে রাজস্থান বনাম গুজরাতের ম্য়াচটি শুরু হবে সন্ধে ৭.৩০ -এ। টস হবে তার আধ ঘণ্টা আগে।</p>
<p><strong>কোথায় দেখবেন রাজস্থান বনাম গুজরাত ম্যাচ?</strong></p>
<p>রাজস্থান বনাম গুজরাত ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।</p>
<p><strong>অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?</strong></p>
<p>টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl/amp/amp" target="_top" data-type="interlinkingkeywords">আইপিএলে</a>র এই ম্যাচটি দেখতে পারবেন।</p>
Source link
দুই ইংরেজের আজ মুখোমুখি লড়াই আইপিএলে, কখন, কোথায় দেখবেন রাজস্থান-গুজরাত মহারণ?
