জয়পুর: তাঁকে নিয়েই এই মুহূর্তে বিতর্ক। নিজের রাজ্য দল মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে কারণ হিসেবে উঠে আসছে তারকা অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানের সঙ্গে মনোমালিন্যর খবর। এরমধ্যেই রাহুল দ্রাবিড় ও সঞ্জু স্যামসনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন যশস্বী জয়সওয়াল। দ্রাবিড়ের মত কিংবদন্তির ছত্রছায়ায় ফের ক্রিকেটের তালিম নিতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছেন যশস্বী। এমনকী সঞ্জু স্যামসনের নেতৃত্বে খেলা নিয়েও মুখ খুলেছেন তরুণ বাঁহাতি ওপেনার।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন জয়সওয়াল। ২০২০ সালে এরপর রাজস্থান রয়্যালস দলে নেয় বাঁহাতি ওপেনারকে। জিও হটস্টারে এক সাক্ষাৎকারে জয়সওয়াল বলেন, ”আমরা একে অপরকে অনেক আগে থেকে চিনি। ওঁনার সঙ্গে প্রচুর সময় কাটিয়েছি। অনেক কিছু শিখতে পারি। আমার একেবারে বাচ্চা বয়স থেকে আমাকে দেখছেন রাহুল স্য়ার। অসাধারণ একজন ব্যক্তিত্ব।”
যুব বিশ্বকাপের সময় দ্রাবিড় দায়িত্বে ছিলেন ভারতীয় দলের। এছাড়া জয়সওয়াল যখন সিনিয়র দলে টেস্ট ও টি-টােয়েন্টিতে অভিষেক করেছিলেন তখনও ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বে ছিলেন দ্রাবিড়ই। বাঁহাতি তরুণ ওপেনার বলছেন, ”আমার মনে হয় দ্রাবিড় স্যার একজন কিংবদন্তি। ওঁনার ছত্রছায়ায় খেলতে পারা। ওঁনার থেকে শিখতে পারা। ওঁনার উপস্থিতি আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে প্রতি মুহূর্তে।
আরও দেখুন