NOW READING:
আজ পাঞ্জাবের ডেরায় প্রত্যাঘাতের লড়াই আরসিবির, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?
April 20, 2025

আজ পাঞ্জাবের ডেরায় প্রত্যাঘাতের লড়াই আরসিবির, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?

আজ পাঞ্জাবের ডেরায় প্রত্যাঘাতের লড়াই আরসিবির, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?
Listen to this article


চণ্ডীগড়: দুদিন আগেই লজ্জার হার হারতে হয়েছে এই পাঞ্জাবের বিরুদ্ধেই। আজ ফের একবার সেই পাঞ্জাবের বিরুদ্ধেই ২২ গজে লড়াই বিরাট কোহলি, রজত পাতিদারদের। সেদিন ঘরের মাঠ চিন্নাস্বামীতে পাঞ্জাবের বোলিং লাইন আপের বিরুদ্ধে আত্মসমর্পণ করেছে গোটা দল। আজ শ্রেয়সদের ঘরের মাঠে লড়াই। পাল্টা প্রত্যাঘাত কি করতে পারবেন বিরাটরা? আইপিএলের এই ম্য়াচটি কখন, কোথায় দেখবেন দেখে নিন—

আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?

আজ আইপিএলে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই

কোথায় হবে পাঞ্জাব বনাম আরসিবির দ্বৈরথ?

পাঞ্জাব কিংসের ঘরের মাঠ চণ্ডীগড়ের মহারাজা ইয়াদাবিন্দ্রা সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে ২ দল

কখন শুরু হবে পাঞ্জাব বনাম আরসিবির লড়াই?

আজ, ২০ এপ্রিল, রবিবার খেলা শুরু হবে সন্ধে ৩.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে

কোথায় দেখবেন পাঞ্জাব বনাম আরসিবি ম্যাচ?

আজ আইপিএলে পাঞ্জাব বনাম আরসিবি ম্য়াচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে 

অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে পাঞ্জাব কিংস বনাম আরসিবি ম্যাচ।

 


তিনদিনের মধ্যে দ্বিতীয়বার দুটো দল মুখোমুখি হতে চলেছে মিলিয়ন ডলারের এই মেগা ক্রিকেট টুর্নামেন্টে। পাঞ্জাব তাঁদের এই ঘরের মাঠে খুব বেশিদিন ধরে খেলছে না। চলতি মরশুমে এখনও পর্যন্ত এই মাঠে যে তিনটি খেলা হয়েছে, তার মধ্যে দুটো ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে দুশো রান বোর্ডে তুলতে পেরেছে দল। পাঞ্জাব তাঁদের ঘরের মাঠে শেষ ম্য়াচ খেলেছে কেকেআরের বিরুদ্ধে। যেখানে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে নিয়েছিল তাঁরা। কিন্তু এই মাঠে এই প্রথম কোনও বিকেলের খেলা হতে চলেছে। এর আগে যতগুলো ম্যাচ হয়েছে, সবগুলোতেই রাতে হয়েছে। পাঞ্জাব তাদের পরের ম্য়াচগুলো ধর্মশালায় খেলবে। তার আগে এটাই এই মাঠে শ্রেয়সদের শেষ হোম ম্য়াচ। আশা করা যায় ব্যাটারদের পাশাপাশি স্পিনাররাও এই পিচ থেকে সুবিধে পাবেন।

আরও পড়ুন: মাত্র ১৪ বছর বয়সে ডাকাবুকো লড়াই সিনিয়রদের সঙ্গে, আউট হয়ে মাঠেই কেঁদে ফেলল বৈভব

আরও দেখুন





Source link