চণ্ডীগড়: আইপিএলে আজ মধুর প্রতিশোধের পালা। শ্রেয়সদের ডেরায় খেলতে নামবে বিরাট কোহলিরা। তিনদিন আগেই চিন্নাস্বামীতে যে লড়াইয়ে হারতে হয়েছিল পাঞ্জাবকে। সেই লড়াই ছিল বৃষ্টিবিঘ্নিত। ১৪ ওভারের ম্য়াচে হারতে হয়েছিল আরসিবিকে। আর চণ্ডীগড়ে পাঞ্জাবের ঘরের মাঠে খেলা। যে মাঠে আজকের বিকেলের ম্য়াচ, সেখানকার পিচেও কিন্তু ব্যাটারদের জন্যই থাকছে সুবিধে। বড় রান বোর্ডে তুলতে পারবে প্রথমে ব্যাটিং করতে নামা দল। পাঞ্জাব নিঃসন্দেহে এই ম্য়াচে কিছুটা এগিয়ে থেকেই আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে।
চলতি মরশুমে এখনও পর্যন্ত সাত ম্য়াচের মধ্যে ৫ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে শ্রেয়স আইয়ারের দল। প্লে অফে ওঠার পক্ষে অন্য়তম দাবিদার এই পাঞ্জাব শিবির। ব্যাটিং বিভাগে তরুণ প্রিয়াংশ আর্য, প্রভসিমরণদের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা সম্পন্ন শ্রেয়স আইয়ার, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্য়াক্সওয়েলরা রয়েছেন। এছাড়া স্পিন বিভাগে যুজবেন্দ্র চাহালের উপস্থিতি দলের বাড়তি ভারসাম্য় যোগ করেছে। পেস বিভাগে মার্কো ইয়েনসেন, অর্শদীপ সিংহরা আছেন। কেকেআরের বিরুদ্ধে এই মাঠেই শেষ হোম ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল পাঞ্জাব।
আরসিবি অন্য়দিকে নিজেদের শেষ ম্য়াচে এই পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে হারতে হয়েছিল তাঁদের। ফিল সল্ট এবারের মরশুমে আরসিবি দলে যোগ দিয়েছে। ইংল্যান্ড তারকা গত মরশুমে কেকেআরের জার্সিতে যে ফর্মে ছিলেন সেই ফর্মই ধরে রেখেছেন। যদিও আগের ম্যাচে রান পাননি। টিম ডেভিড পাঞ্জাবের বিরুদ্ধে চিন্নাস্বামীতে একাই লড়ে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। তবে দলকে জেতাতে পারেননি। আজকের চণ্ডীগড়ে যে পিচে খেলা হবে, তাতে স্পিনাররা সুবিধে পেতে পারেন। সেক্ষেত্রে আরসিবি সুয়াশ শর্মার সঙ্গে ক্রুণাল ও লিভিংস্টোনকে ব্যবহার করতে পারে।
এখনও পর্যন্ত মুখোমুখি সাক্ষাতে পাঞ্জাব অল্প হলেও এগিয়ে রয়েছে। ১৮টি ম্য়াচ যেখানে জিতেছে পাঞ্জাব। অন্যদিকে ১৬ ম্য়াচ জিতেছে আরসিবি। পাঞ্জাব তাঁদের এই ঘরের মাঠে খুব বেশিদিন ধরে খেলছে না। চলতি মরশুমে এখনও পর্যন্ত এই মাঠে যে তিনটি খেলা হয়েছে, তার মধ্যে দুটো ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে দুশো রান বোর্ডে তুলতে পেরেছে দল। আজ টস জিতলেও ব্যাটিং নেওয়ার কথাই হয়ত ভাববেন যে কোনও অধিনায়ক।
আরও পড়ুন: দিল্লি ম্য়াচ জিতে দল শীর্ষে, এদিকে শাস্তি পেলেন শুভমন
আরও দেখুন