<p style="text-align: justify;"><strong>লখনউ:</strong> <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে পাঞ্জাব কিংসের অশ্বমেধের ঘোড়া ছুটছেই। মঙ্গলবার লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস শিবির। সেই জয়ে মুখ্য ভূমিকা নিয়েছেন উইকেটকিপার ব্যাটার প্রভসিমরন সিং। নিজে অর্ধশতরানের ইনিংস খেলেছেন। ৩৪ বলে ৬৯ রানের ইনিংসে প্রভসিমরন সিংহের দর্শনীয় কিছু শট প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে। </p>
<p style="text-align: justify;">রান তাড়া করতে নেমে অর্ধশতরানের ইনিংস হাঁকান পাঞ্জাব অধিনায়ক <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>ও। নেহাল ওয়াধেরাও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ম্যাচের শেষে প্রভসিমরন বলেন, "আমাদের দলের কোচ রিকি পন্টিং একজন কিংবদন্তি। ওনার ত্তত্বাবধানে আমরা অনুশীলন করছি। প্রথমদিন থেকেই নিজেদের লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে আমরা ওয়াকিবহাল। পন্টিংয়ের কোচিংয়ে ব্যাটিংয়েও অনেক উন্নতি করতে পেরেছি। ম্যাচে যে ধরণের শট খেলেছি, সেগুলো আমি প্রায়শই নেটে প্র‍্যাক্টিস করে থাকি। ফলে ম্যাচে খেলা অনেক সহজ হয়ে যায় আমার পক্ষে।"</p>
Source link
‘নেটে এই ধরণের শট প্রচুর প্র্যাক্টিস করেছি’, পাঞ্জাবকে ম্যাচ জিতিয়ে কী বলছেন প্রভসিমরন?
