চণ্ডীগড়: আইপিএলে সিএসকের আরও একটা হার। শেষবেলায় ধোনি ধামাকা দেখা গেল চণ্ডীগড়ে। কিন্তু তাতেও কাজে এল না কিছুই। টানা চতুর্থ হার রুতুরাজ গায়কোয়াডের দলের। পাঞ্জাবের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে ২২০ রান তাড়া করতে নেমে ২০১/৫-এ থেমে গেল সিএসকের ইনিংস। মহেন্দ্র সিংহ ধোনি ১২ বলে ২৭ রানের ইনিংস খেললেন। ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকালেন তিনি। শেষ ২ ওভারে তিনি ক্রিজে ছিলেন। হাজার হাজার চেন্নাই সমর্থকও আশায় বুক বেঁধেছিলেন যে হয়ত ধোনি এই ম্য়াচ ফিনিশ করে আসবেন। কিন্তু তিনি পারলেন না।
প্রিয়াংশ আর্যর শতরানের দৌলতে বোর্ডে আগেই দুশোর ওপর রান তুলে নিয়েছিল পাঞ্জাব কিংস। ২২০ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। নিজেদের প্রথম ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর থেকেই টানা হেরে যাচ্ছে হলুদ জার্সিধারীরা। এদিন ওপেনিংয়ে কনওয়ে ও রাচিন রবীন্দ্র যেভাবে খেলা শুরু করেছিলেন, তাতে মনে হয়েছিল ম্য়াচে চেন্নাই টেক্কা দেবে এবার। পাওয়ার প্লে তে ষাটের ওপর রান তুলে নিয়েছিল চেন্নাই। কিন্তু রাচিন ফিরতেই রানের গতি নেমে যায়। শিবম দুবেকে নিয়ে কনওয়ে টানছিলেন দলকে। কিন্তু আস্কিং রেট ক্রমেই বেড়ে যাচ্ছিল। ৪৯ বলে ৬৯ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে যান। ধোনি আউট হন শেষ ওভারে। শিবম দুবে ২৭ বলে ৪২ রানের ইনিংস খেলে ফার্গুসনের বলে বোল্ড হয়ে যান।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। পাঞ্জাব কিংসের ব্য়াটিং লাইন আপের দিকে নজর রাখলে নম্বরগুলো অনেকটা এরকম ১০৩, ০, ৯, ৪, ৯, ১, ৫২, ৩৪। একটা শতরান ও একটা অর্ধশতরানের ইনিংস মূলত। আর তাতেই দুশোর ওপর রান বোর্ডে তুলে ফেলল পাঞ্জাব কিংস। ওপেনিংয়ে নেমেছিলেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিংহ। দুই তরুণই ব্যাট হাতে যখনই সুযোগ পেয়েছেন, তখনই রান করেছেন। প্রভসিমরন অবশ্য় এদিন রান পেলেন না। মুকেশ চৌধুরীর বলে বোল্ড হয়ে গেলেন তিনি। শ্রেয়স আইয়ার প্রথম দুটো ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছিলেন। কিন্তু এরপর থেকেই তাঁর ব্যাটে রানের খরা। এদিন ৭ বলে ৯ রান করেই ফিরে গেলেন। স্টোইনিস, নেহাল ওয়াধেরা, ম্য়াক্সওয়েল কেউই এদিন রান পাননি। কিন্তু উল্টোদিকে একা পাঞ্জাব ইনিংসের ব্যাট হাতে কুম্ভ হয়ে লড়ে গেলেন বছর চব্বিশের প্রিয়াংশ। বাকিদের যখন প্যাভিলিয়নে আসা যাওয়ার পালা চলছে। দেখে মনে হবে প্রিয়াংশ যেন একেবারে অন্য পিচে খেলছিলেন। মাত্র ৩৯ বলে নিজের শতরান পূরণ করেন প্রিয়াংশ। এটাই তাঁর আইপিএলে প্রথম শতরান। ৪২ বলে ১০৩ রানের ইনিংস খেলে যখন প্যাভিলিয়ন ফিরছেন তখন প্রিয়াংশের নামের পাশে জ্বলজ্বল করছে ৭টি বাউন্ডারি ও ৯টি ছক্কা। গত কয়েক বছরে পাঞ্জাব থেকে একাধিক প্লেয়ার উঠে এসেছেন। অর্শদীপ সিংহ, অভিষেক শর্মা এবার সেই পথেই হয়ত পা বাড়াচ্ছেন প্রিয়াংশ আর্যও। হাতে যা শট যে কোনও সময় টি-টোয়েন্টি স্কোয়াডে জাতীয় দলে ঢোকার দাবি জোড়ালো করতে পারেন।
আরও দেখুন