<p style="text-align: justify;"><strong>চেন্নাই:</strong> <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে ঘরের মাঠে প্রথম ম্য়াচে খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। আর প্রথম ম্য়াচেই <a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>হীন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপকে রীতিমত পরীক্ষার মধ্যে ফেলে দিল রুতুরাজ গায়কায়াডের দল। চেন্নাইয়ের স্পিনিং ট্র্যাকে হলুদ জার্সিতে প্রথম ম্য়াচ খেলতে নেমেই জ্বলে উঠলেন আফগানিস্তানের তরুণ স্পিনার নূর আহমেদ। একাই তুলে নিলেন ৪ উইকেট। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হলেন <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> শর্মা। খাতা খোলার আগেই ক্যাচ আউট হয়ে ফিরলেন তিনি। মিডল অর্ডারে কিছুটা লড়াই করলেন সূর্যকুমার ও তিলক। আর লোয়ার অর্ডারে দীপক চাহারের ক্য়ামিও ইনিংস খেলার সুবাদে ২০ ওভারে বোর্ডে ১৫৫/৯ তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।</p>
<p style="text-align: justify;">টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। স্য়াম কারান, নাথান এলিস, নূর আহমেদ ও রাচিন রবীন্দ্র এই চার বিদেশি নিয়েই দল সাজিয়েছিল সিএসকে শিবির। অন্য়দিকে মুম্বইয়ের চার বিদেশি বোল্ট, স্যান্টনার, উইল জ্যাকস ও ওপেনার রিয়ান রিকেলটন। এদিন রোহিতের সঙ্গে রিকেলটনই নেমেছিলেন ওপেনিংয়ে। খলিল আহমেদ হলুদ জার্সিতে প্রথম ওবারেই উইকেট পেয়ে গেলেন। তিনি ফিরিয়ে দিলেন রোহিতকে। খাতা না খুলেই প্যাভিলিয়ন ফেরেন হিটম্য়ান। এরপর রিকেলটনও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৩ রান করে ফেরেন তিনি। ১১ রান করে আউট হন আরসিবি থেকে মুম্বই শিবিরে আসা উইল জ্যাকস। ৩৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল মুম্বই শিবির। সেখান থেকে তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে সূর্যকুমার যাদব দলের হাল ধরেন। কিন্তু চেন্নাইয়ের আরও দুই অভিজ্ঞ তারকা অশ্বিন-জাডেজা জুটির আঁটোসাঁটো বোলিংয়ে বড় শট খেলতে পারছিলেন না কেউই। সূর্যকুমারকে দুরন্ত স্টাম্প আউট করিয়ে ফিরিয়ে দেন ধোনি। তিলক নূরের শিকার হন। ২৫ বলে ৩১ রানের ইনিংস খেলেন তিলক। লোয়ার অর্ডারে দীপক চাহার ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। ২টো বাউন্ডারি এ ২ টো ছক্করা হাঁকান তিনি। ১১ রান করেন স্য়ান্টনার।</p>
<p style="text-align: justify;">চেন্নাই ও মুম্বই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ৩৭ বার মুখোমুখি হয়েছে। ২০ বার জিতেছে মুম্বই ও ১৭ বার জিতেছে চেন্নাই। অর্থাৎ একটু হলেও এগিয়ে রয়েছে মুম্বই শিবির। তবে এবারের মরশুমে দলের তারকা পেসার জসপ্রীত বুমরাকে পাবে না মুম্বই শিবির। তাঁর চোট রয়েছে। এই পরিস্থিতিতে বুমরার অভাব কিন্তু অনুভূত করবেই দল।</p>
Source link
চেন্নাই শিবিরে আফগান ম্য়াজিক, ব্যর্থ রোহিত, কোনওমত দেড়শোর গণ্ডি পেরল মুম্বই
