চেন্নাই: টানা পাঁচ ম্য়াচে হার। কী হল চেন্নাই সুপার কিংসের? এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল সিএসকে। ব্যাস, এরপর থেকেই একের পর এক ম্য়াচ হেরেই চলেছে পাঁচবারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলটি। তার মধ্যে রুতুরাজ গায়কোয়াড চোটের জন্য টুর্না্মেন্ট থেকে ছিটকে গিয়েছেন। শুক্রবার কেকেআরের বিরুদ্ধে সিএসকে ম্য়াচে ফের নেতৃত্বের ব্যাটন তুলে নিয়েছিলেন ধোনি। এই মরশুমে সিএসকের বাকি ম্যাচগুলোতেই তাঁকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে। কিন্তু কলকাতার বিরুদ্ধে হারের পর হতাশ ক্যাপ্টেন কুল। সিএসকের ঘরের মাঠে স্পিনিং ট্র্যাকে নিজেদের স্পিনারদের দিয়ে আক্রমণ করিয়ে চেন্নাই ব্যাটারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন নাইট বোলাররা।
ম্য়াচের পর ধোনি বলেন, ”এটা তেমনই একটা রাত যেখানে আমাদের পক্ষে কিছুই যায়নি। চ্যালেঞ্জ ছিল, কিন্তু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হত আমাদের। আজ আমি প্রথম ইনিংসের পরই বুঝতে পেরেছিলাম যে আমাদের বোর্ডে বেশি রান নেই। এত কম রান নিয়ে লড়াই করা সত্যিই খুব সমস্যার। এটা সাধারণত দ্বিতীয় ইনিংসে হয় এই পিচে। যেখানে বল কিছুটা থমকে আসে। কিন্তু আজ আমরা প্রথমে ব্যাটিং করেছিলাম আর প্রথম ইনিংসেই ব্যাট করা সমস্যার হয়ে দাঁড়িয়েছিল। আমরা একটা পার্টনারশিপও ঠিক করে গড়ে তুলতে পারিনি।”
শুক্রবারের ম্য়াচে পাওয়ার প্লে-তে মাত্র ৩১ রান বোর্ডে তুলেছিল সিএসকে। সেই প্রসঙ্গে ধোনি বলেন, ”পিচের পরিস্থিতিত, পরিবেশ অনেক কিছুই ম্য়াটার করে। আমরা পাওয়ার প্লে-তে ভাল ইনিংসও খেলেছি আগে। আমাদের ওপেনাররা দক্ষ খুব। ক্রিকেটীয় শটই খেলে থাকে তাঁরা। আড়াআড়া শটে খেলতে খুব একটা দেখা যায় না তাঁদের। যদি আমরা পাওয়ার প্লে-তে ওই পরিস্থিতিতে ৬০ বা তেমন কোনও রান দেখতাম, তবে আরও সমস্যায় পড়তে পারতাম হয়ত। তবে আমাদের একটা শুরুতে পার্টনারশিপ গড়ে তুলতে হত।”
শুক্রবার কেকেআরের ঘুরে দাঁড়ানোর রাতে বলে-ব্যাটে জ্বলে উঠলেন সুনীল নারাইন। প্রথমে বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট । তারপর ব্যাট হাতে ইনিংস ওপেন করতে নেমে ১৮ বলে ৪৪ রানের ঝড়। নারাইন একাই লণ্ডভণ্ড করে দিলেন চেন্নাই সুপার কিংসকে। অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তনের ম্য়াচে কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনিকে তিক্ত স্মৃতি নিয়ে মাঠ ছাড়তে হল। চেন্নাইয়ের ডেরায় চেন্নাইকে ৮ উইকেটে হারিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা। ৫৯ বল বাকি থাকতে ম্যাচ জিতল কেকেআর। আইপিএলের ইতিহাসে বাকি থাকা বলের নিরিখে এটা চেন্নাই সুপার কিংসের বৃহত্তম পরাজয়।
আরও পড়ুন: নিজের দলের মেন্টরকেই টেক্কা, চেন্নাই ম্য়াচ জিতিয়েই নতুন নজির গড়লেন নারাইন
আরও দেখুন