চেন্নাই: ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। এরপর থেকে শুধুমাত্র হলুদ জার্সিতে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই খেলতে দেখা যাচ্ছে এম এস ধোনিকে। গত কয়েকটি মরশুম ধরে যখনই আইপিএল আসে, তখনই আলোচনার কেন্দ্রে উঠে আসে ধোনির অবসর জল্পনা। ৪৩ পেরনো এমএস কোনওদিনই এই নিয়ে কোনও মন্তব্য করেননি। ৪৩ পেরিয়ে গেলেও এখনও অনুশীলনে নিয়মিত যাচ্ছেন। প্রতি ম্য়াচে উইকেটের পেছনে সাবলীলভাবে সামলাচ্ছেন। ব্যাটিং অর্ডারে নীচের দিকে নামলেও কখনও কখনও পেল্লাই ছক্কাও আসছে ব্যাট থেকে। কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা। আর আজ পঞ্জাব ম্যাচে ধোনির একটি মন্তব্যের পর তো এবার শোরগোল পড়ে গিয়েছে যে এটাই কি তাহলে ধোনির শেষ ম্য়াচ?
রুতুরাজ গায়কোয়াড চোটের জন্য ছিটকে যাওয়ায় ধোনিই এই মুহূর্তে সিএসকের নেতৃত্বভার সামলাচ্ছেন চলতি মরশুমে। পঞ্জাবের বিরুদ্ধে টসের সময় প্রত্যেক ম্য়াচের মতই ধোনি ধোনি শব্দব্রহ্ম শোনা যাচ্ছিল গ্যালারি থেকে। প্রাক্তন বিশ্বজয়ী ভারত অধিনায়ককে নিয়ে সমর্থকদের যে উন্মাদানা তা আরও একবার ফুটে উঠেছিল। সেই সময় মাঠে উপস্থিত ড্যানি মরিসন ধোনিকে প্রশ্ন করেছিলেন যে ”এই চিৎকার শুনতে পাচ্ছ? এটার মানে কি এটাই যে তুমি আগামী মরশুমেও খেলছ?’ সেই প্রশ্নের উত্তরে স্বভাবোচিত ঢংয়ে ধোনি উত্তর হাসতে থাকেন ও সঙ্গে সঙ্গে বলেন, ”এই মুহূর্তে আমি এটাও জানি না যে আমি আগামী ম্য়াচেও খেলব কি না আদৌ।” এই উত্তরের পরই প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে কি আইপিএলকে বিদায় জানাচ্ছেন ধোনি?
তবে ধোনির উত্তর যে শুধু মজার জন্যই ছিল তা নিশ্চিত। কারণ অন্তত আগামী ৪ ম্য়াচে সিএসকের নেতৃত্বভার রয়েছে ধোনির কাঁধেই। তাই মরশুম শেষের আগে অন্তত কোনও সিদ্ধান্ত নেবেন না এমএসডি। তা নিশ্চিত।
৪৩-র ধোনিকে নিয়ে প্রতি বছরই এই কানাঘুষো শোনা যায়। প্রতি বছরই তাঁর শেষ মরশুম হতে চলেছে বলে রব উঠে। তবে এবার ধোনি যখন নিজেই এক বিশেষ টি-শার্ট পরে চেন্নাইয়ে পা দেন, তখন জল্পনাটা একটু বেশিই বাড়ে। ধোনির শার্টে মর্স কোডে লেখা ছিল, ‘One Last Time’। এই বার্তার পরেই অনেকের ধারণা হয় যে এটাই তাঁর শেষ মরশুম হতে চলেছে বলে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মাহি। তবে প্রথম ম্যাচের আগে ধোনির বার্তার পর কিন্তু তাঁর অবসর জল্পনা অন্তত এখনের জন্য একেবারে থেমে যাওয়ার কথা। মাহি জানিয়ে দেন যে না তিনি, না সিএসকে ফ্র্যাঞ্চাইজি একে অপরকে বিদায় জানাতে প্রস্তুত।
আরও দেখুন