<p style="text-align: justify;"><strong>লখনউ:</strong> অভিষেকেই তাক লাগিয়ে দিয়েছিলেন। ধারাবাহিক দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বল। তাঁর পেসের সামনে বিরাট কোহলি, গ্লেন ম্য়াক্সওয়েলের মত তারকাদেরও নাস্তানাবুদ হতে হয়েছিল। এতটাই প্রভাব ফেলেছিলেন যে জাতীয় দলেও ডাক চলে আসে দ্রুত। কিন্তু গত এক বছর একেবারেই ভাল যায়নি ময়ঙ্ক যাদবের। বারবার চোট আঘাতে জর্জরিত হতে হয়েছে তরুণ পেসারকে। চলতি <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>েও লখনউ সুপারজায়ান্টস দল তাঁকে রিটেন করলেও শুরু থেকে দলের সঙ্গে থাকতে পারেননি চোটের জন্য। তবে এবার শোনা যাচ্ছে যে পুরো ফিট হয়ে উঠেছেন ময়ঙ্ক যাদব। আগামী ১৫ এপ্রিল, মঙ্গলবারই হয়ত দলের সঙ্গে যোগ দিতে পারেন ময়ঙ্ক।</p>
<p>গত মরশুমে মাত্র চারটি ম্য়াচ খেলেছিলেন লখনউ সুপারজায়ান্টসের জার্সিতে। কিন্তু ময়ঙ্ককে ১১ কোটি টাকা দিয়ে এবার নিলামের আগে রিটেন করেছিল লখনউ শিবির। সূত্রের খবর, বিসিসিআইয়ের সবুজ সংকেত মিলেছে। তিনি নাকি পুরো ফিট হয়ে উঠেছেন। তবে লখনউ শিবিরে যোগ দিলেও এই শিবিরের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আপাতত থাকবেন ময়ঙ্ক। </p>
Source link
সম্পূর্ণ ফিট ময়ঙ্ক, যোগ দিচ্ছে লখনউ শিবিরে, কবে থেকে মাঠে নামছেন স্পিডস্টার?
