<p style="text-align: justify;"><strong>জয়পুর:</strong> রাজস্থান রয়্যালস এই মরশুমে এই দুটো ম্য়াচে ভুলতে পারবে না সহজে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ও এরপর লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ম্য়াচ। সেদিনও জেতা ম্য়াচ খোয়াতে হয়েছিল রাজস্থানকে। সৌজন্যে ছিলেন অজি পেসার মিচেল স্টার্ক। আর শনিবার লখনউ সুপারাজায়ান্টসের বিরুদ্ধে ম্য়াচে শেষ ওভারে রিয়ান পরাগদের সামনে বাধা হয়ে দাঁড়ালেন আবেশ খান। প্রয়োজন ছিল মাত্র ৯ রান। কিন্তু ভারতীয় পেসার খরচ করলেন ৬ রান। যেভাবে নিঁখুত ইয়র্কার বল করে গেলেন, তাতে কোনওভাবে সম্ভব ছিল না রাজস্থানের হেটমায়ার ও ধ্রুব জুড়েলের পক্ষে বড় শট খেলা। এমনকী একটি বাউন্ডারিও হজম করেননি আবেশ। </p>
<p style="text-align: justify;">ম্য়াচের পর লখনউয়ের নায়ক বলছেন, ”আমি সবসময় নিজের ইয়র্কার নিঁখুতভবে করার চেষ্টা করি। মাঠের বাইরে থেকে যখন আমরা ম্য়াচ দেখি, তখন সত্যিই একটা উত্তেজনা, একটা টেনশন কাজ করে। কিন্তু মাঠের ভেতরে যখন আমি খেলি, তখন চেষ্টা করি কতটা ভাল নিজের বল করতে পারি। তখন মাথায় বাড়তি চিন্তা আসতে দিই না। নিজের পরিকল্পনা ঠিক করে করার চেষ্টা করি।”</p>
Source link
লখনউয়ের শেষ ওভারের নায়ক, ইয়র্কার নিয়ে কী বললেন আবেশ?
