NOW READING:
পন্থ না পুরাণ? কার ভাগ্যে শিকে ছিড়বে? আইপিএলে বড় ঘোষণা ২০ জানুয়ারি
January 18, 2025

পন্থ না পুরাণ? কার ভাগ্যে শিকে ছিড়বে? আইপিএলে বড় ঘোষণা ২০ জানুয়ারি

পন্থ না পুরাণ? কার ভাগ্যে শিকে ছিড়বে? আইপিএলে বড় ঘোষণা ২০ জানুয়ারি
Listen to this article



<p style="text-align: justify;"><strong>লখনউ:</strong> নিলামে সর্বাধিক দাম দিয়ে তাঁকে দলে নিয়েছে লখনউ সুপারজায়ান্ট। ২৭ কোটি টাকা মূল্যে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের নিলামে সব রেকর্ড ভেঙে দিয়ে লখনউ শিবিরে যোগ দিয়েছেন পন্থ। মূলত তাঁকে অধিনায়ক করা হবে এই বিষয়টাই পরিষ্কার। কিন্তু এখনও অফিশিয়ালি তা কিছু জানানো হয়নি ফ্র্যাঞ্চাইজির তরফে। আগামী ২০ জানুয়ারি কলকাতায় লখনউ সুপারজায়ান্টের মালিক সঞ্জীব গোয়েঙ্কা একটি সাংবাদিক বৈঠক করবেন। সেখানেই হয়ত লখনউ সুপারজায়ান্টসের আগামী অধিনায়কের নাম ঘোষণা করা হবে।&nbsp;</p>
<p style="text-align: justify;">গত মরশুমে খারাপ পারফরম্য়ান্স ছিল গোটা লখনউ শিবিরের। তাকেও ছাপিয়ে গিয়েছিল কে এল রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কার মাঠেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ার কাহিনি। রাহুল যে লখনউ ছাড়বেন, এরপরই তা পরিষ্কার হয়ে গিয়েছিল। এবার নিলামে রাহুলকে দলে নেয়&nbsp; দিল্লি ক্যাপিটালস। অন্য়দিকে দিল্লি পন্থকে ছেড়ে দেওয়ায় তাঁকে নিলাম থেকে মোটা অঙ্ক দিয়ে দলে নেয় লখনউ সুপারজায়ান্টস। তবে পন্থ অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে থাকলেও তাঁকে কড়া টক্ক দিতে পারেন নিকোলাস পুরাণ। এছাড়া তৃতীয় বিকল্প রয়েছেন এইডেন মারক্রাম। কিন্তু মূলত লড়াইটা হবে পন্থ ও পুরাণের মধ্যেই।</p>
<figure class="wp-block-embed is-type-rich is-provider-twitter wp-block-embed-twitter">
<div class="wp-block-embed__wrapper" style="text-align: justify;">&nbsp;</div>
<div class="wp-block-embed__wrapper">
<div id="div-gpt-ad-9031318-1" class="banner-250" style="text-align: justify;" data-google-query-id="CPCgzqrS_ooDFdWg2AUdXrwDZw">&nbsp;</div>
</div>
</figure>



Source link