NOW READING:
ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের প্রথম চারে ঢোকা লক্ষ্য পন্থদের
April 12, 2025

ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের প্রথম চারে ঢোকা লক্ষ্য পন্থদের

ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের প্রথম চারে ঢোকা লক্ষ্য পন্থদের
Listen to this article



<p style="text-align: justify;"><strong>লখনউ:</strong> শনিবার <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে ডাবল হেডার। অর্থাৎ আজ দুটো ম্য়াচ এই মেগা টুর্নামেন্টে। যার প্রথম ম্যাচেই হাইভোল্টেজ মহারণে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপারজায়ান্টস ও গুজরাত টাইটান্স। নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে আজ ঋষভ পন্থের দল। শুরুর দিকে একটু ধাক্কা খেলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে লখনউ। পাঁচটি ম্য়াচের মধ্যে তিনটি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে লখনউ শিবির। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে অভিযান শুরু করেছিল তাঁরা। এরপর যদিও হায়দরাবাদ ও কলকাতার বিরুদ্ধে অ্য়াওয়ে ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছেন পন্থরা।&nbsp;</p>



Source link