NOW READING:
হেড-অভিষেকদের ব্যাটিং তাণ্ডব আটকাতে অতিরিক্ত স্পিনার নিয়ে কি আজ মাঠে নামবে কেকেআর?
April 3, 2025

হেড-অভিষেকদের ব্যাটিং তাণ্ডব আটকাতে অতিরিক্ত স্পিনার নিয়ে কি আজ মাঠে নামবে কেকেআর?

হেড-অভিষেকদের ব্যাটিং তাণ্ডব আটকাতে অতিরিক্ত স্পিনার নিয়ে কি আজ মাঠে নামবে কেকেআর?
Listen to this article


স্পিন বোলিং কোচ কার্ল ক্রো-কে ডেকে নিয়ে আলাদা করে প্রায় আধ ঘণ্টা বোলিং করছেন সুনীল নারাইন (Sunil Narine)। স্পট বোলিং। অর্থাৎ, পিচের নির্দিষ্ট একটা জায়গা মার্ক করে নিখুঁত নিশানায় সেখানেই বল ফেলে যাওয়ার মহড়া।

বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) এখন কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরের নতুন বিস্ময় বোলার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে ব্যাটারদের ধাঁধায় ফেলেছিলেন, তাতে আইপিএলে তাঁকে নাইটদের ব্রহ্মাস্ত্র মনে করা হচ্ছে। বল হাতে তিনি কী পারেন, গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তার নমুনাও পেশ করেছিলেন। ইডেনেও দেখা গেল, একাগ্র চিত্তে বল করে চলেছেন।

মঈন আলি (Moeen Ali) প্রথম একাদশে নিয়মিত নন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নারাইন খেলতে না পারায় একাদশের দরজা খুলে গিয়েছিল। ইংরেজ স্পিনার সুযোগ পেয়েই ব্যাটারদের নাকানিচোবানি খাইয়েছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যদিও ফের ডাগ আউটে বসতে হয়েছিল। ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের আগের দিন কেকেআরের সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার পিচ দেখার পরই মঈনের কাঁধে টোকা মেরে হাসলেন। খানিক কথাও হল দুজনের। তারপরই দেখা গেল, নতুন উদ্যমে বল করছেন মঈন।

বৃহস্পতিবার ঘরের মাঠে ফের নামছে কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গত আইপিএলের ফাইনালে যাদের হারিয়ে ট্রফি জিতেছিল কেকেআর। আর হায়দরাবাদ মানেই ব্যাটিং লাইন আপে একের পর এক বিভীষিকা। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন তো ছিলেনই, এবার তাঁদের সঙ্গে যোগ হয়েছে ঈশান কিষাণের নাম। গত আইপিএলে ট্র্যাভিষেক জুটিকে রুখে দেওয়ার জন্য কেকেআরের হাতে একটা মিচেল স্টার্ক ছিল। এবার স্টার্ক হাতছাড়া। পরিবর্তে যাঁকে নেওয়া হয়েছিল, সেই অনরিক নখিয়া আনফিট। স্পেনসার জনসন খেলছেন। কিন্তু বাজারে ইলিশ কিনতে গিয়ে বাজেটে না পোষালে খয়রা মাছ কিনে ফেরার মতোই ছবি জনসনকে নিয়ে। তিন ম্যাচে ৮ ওভার ২ বলে ৮৭ রান খরচ করে ফেলেন অস্ট্রেলীয় পেসার। ঝুলিতে মোটে এক উইকেট।

অগত্যা ইডেনে জয়ের সরণিতে ফিরতে মরিয়া কেকেআর শিবির ঘূর্ণি-জাল বিছিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ইডেনে পাশাপাশি দুটি উইকেট তৈরি করেছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। একটি পিচে বড় রানের খেলা হতে পারে। কিন্তু কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচের জন্য যে বাইশ গজ প্রস্তুত রাখা হয়েছে, তা শুকনো, খটখটে। পিচে বল পড়ে লাফাবে, নীচু হবে, ঘুরবে বলে পূর্বাভাস।



Source link