NOW READING:
ইডেনে শুরুতে ব্যাটিং কেকেআরের, বিরাটকে আটকাতে বরুণ, নারাইন ম্য়াজিকেই ভরসা রাহানের
March 22, 2025

ইডেনে শুরুতে ব্যাটিং কেকেআরের, বিরাটকে আটকাতে বরুণ, নারাইন ম্য়াজিকেই ভরসা রাহানের

ইডেনে শুরুতে ব্যাটিং কেকেআরের, বিরাটকে আটকাতে বরুণ, নারাইন ম্য়াজিকেই ভরসা রাহানের
Listen to this article



<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> বিগত কয়েকদিন সবচেয়ে বেশি মাথাব্যথার কারণ ছিল আবহাওয়া। আদৌ ম্য়াচ আয়োজন করা সম্ভব হবে কি না তা নিয়েই প্রশ্ন উঠছিল। যদিও ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেছিলেন যে খেলার মাঝেও যদি বৃষ্টি নামে, তা হলেও দ্রুত মাঠ শুকিয়ে যাবে। বর্তমানে ইডেনের জল নিষ্কাশন ব্যবস্থা এতটাই ভাল। এদিন সকাল থেকে বৃষ্টি হলেও খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই আকাশ প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল। তবে এরকম পরিবেশে টস জিতলেই তো সোজা ফিল্ডিং নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আরসিবির নতুন অধিনায়ক রজত পাতিদারও কোনও ভুল করলেন না। টস জিতলেন, আর সঙ্গে সঙ্গেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন।&nbsp;</p>
<p style="text-align: justify;"><a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> তাঁদের ব্যাটিং লাইন আপ সাজিয়েছে ওপেনিংয়ে কুইন্টন ডি ককের সঙ্গে <a title="সুনীল নারাইন" href="https://bengali.abplive.com/topic/sunil-narine" data-type="interlinkingkeywords">সুনীল নারাইন</a>। তিনে নামছেন অজিঙ্ক রাহানে। চারে বেঙ্কটেশ আইয়ার। দুটো দলই তিনটি ফাস্ট বোলার ও দুজন স্পিনারে তাঁদের আক্রমণভাগ সাজিয়েছে। কেকেআর যেমন বিরাট কোহলি, লিভিংস্টোন, সল্টদের আটকাতে সেই বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনের ওপরই ভরসা রেখেছে। তেমনই আরসিবি শিবিরে বোলিং বিভাগকে নেতৃত্বে দেবেন অভিজ্ঞ জশ হ্যাজেলউড। নাইট শিবিরে পেস বিভাদে নতুন মুখ স্পেনশার জনস রয়েছেন। রয়েছেন হর্ষিত রানা ও বৈভব আরোরাও।&nbsp;</p>



Source link