NOW READING:
প্রথম জয়ের খোঁজে রাহানে, রিয়ানরা, কলকাতা-রাজস্থানের মুখোমুখি মহারণে কারা এগিয়ে?
March 26, 2025

প্রথম জয়ের খোঁজে রাহানে, রিয়ানরা, কলকাতা-রাজস্থানের মুখোমুখি মহারণে কারা এগিয়ে?

প্রথম জয়ের খোঁজে রাহানে, রিয়ানরা, কলকাতা-রাজস্থানের মুখোমুখি মহারণে কারা এগিয়ে?
Listen to this article


গুয়াহাটি: টুর্নামেন্টের শুরুতেই নিজেদের হোম ম্য়াচে হারার পর আজ নিজেদের প্রথম অ্য়াওয়ে ম্য়াচে খেলতে নামছে কেকেআর (Kolkata Knight riders)। তাঁদের সামনে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। যারা প্রথম ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠে কামিন্সদের বিরুদ্ধে হেরে গিয়েছিল। রাজস্থান ২০০৮ সালের পর থেকে আর আইপিএল জেতেনি। অন্যদিকে কেকেআর ২০১২,২০১৪ ও গত বছর অর্থাৎ তিনবার এখনও পর্যন্ত টুর্নামেন্টে খেতাব ঘরে তুলেছে। মুখোমুখি লড়াইয়ে এই দুটো দল কারা কাদের টেক্কা দিচ্ছে, তা একবার দেখে নেওয়া যাক – – – 

কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের মোট সাক্ষাৎ- ২৮ ম্য়াচ

কলকাতা জয়ী: ১৪ ম্যাচ 

রাজস্থান জয়ী: ১২ ম্য়াচ

টাই: ২ ম্য়াচ

গুয়াহাটিতে বর্ষাপাড়া স্টেডিয়াম রাজস্থান রয়্যালসের হোমগ্রাউন্ড এখন। এখানে রাজস্থান শিবির এখনও পর্যন্ত ৩টি ম্য়াচ খেলেছে। তার মধ্যে ২টো ম্য়াচ জিতেছে ও ১টি ম্য়াচ হেরেছে তারা। এদিকে রাজস্থান শিবিরে সঞ্জু স্যামসন এই মুহূর্তে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলছেন শুধু। অর্থাৎ ফিল্ডিংয়ের সময় দেখা যাচ্ছে না তাঁকে। শুধু ব্যাটিং করছেন। রিয়ান পরাগ অধিনায়ক হিসেবে প্রথম ম্য়াচে উত্তীর্ণ হতে পারেননি। 

কেকেআরের ব্যাটিং লাইন আপে রাসেল, রিঙ্কু দুজনের কেউই আগের ম্য়াচে রান পাননি। কুইন্টন ডি কক ওপেনিংয়ে নেমেছিলেন। কিন্তু একটি বাউন্ডারি হাঁকানোর পরই আউট হয়ে যান ক্যাচ তুলে। এছাড়া বোলিং লাইন আপেও পেসার স্পেনসার জনসনকে একেবারেই ঠিকঠাক মনে হয়নি প্রথম ম্য়াচে। অভিজ্ঞ নোকিয়াকে খেলানো হতে পারে রাজস্থানের বিরুদ্ধে। এছাড়া স্পিন বিভাগে কোনও পরিবর্তন হয়ত হবে না।

গত ম্যাচে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর জুটি তেমন ভেল্কি দেখাতে পারেননি। রাজস্থানের নীতীশ রানা, হেটমায়ার, ধ্রুব জুরেলদের বিরুদ্ধে তাঁরা কেমন পারফর্ম করেন, তা কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তবে এই ম্যাচে যার দিকে অবশ্যই বাড়তি নজর থাকবে, তিনি প্রাক্তন নাইট নীতীশ রানা। কেকেআরের হয়ে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত খেলে নাইট জার্সিতে ২১৯৯ রান করেন তিনি। তবে কেকেআর সঙ্গে বিচ্ছেদটা তাঁর জন্য মিষ্টিমধুর হয়নি। সোশ্যাল মিডিয়া তা নিয়ে বেশ সরগরম হয়েছিল। নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে নিশ্চয়ই পারফর্ম করতে বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামবেন রানা।

আরও পড়ুন: দল হারলেও বল হাতে আইপিএলে নজির গড়লেন রশিদ, টপকে গেলেন ভারতীয়

আরও দেখুন



Source link