চেন্নাই: আইপিএলে (IPL 2025) এবারের মরশুমে কেকেআর(KKR vs CSK) তিনটি ম্য়াচ জিতেছে। ৬ ম্য়াচের মধ্যে এই তিন ম্য়াচেই খেলেছেন মঈন আলি (Moeen Ali)। সোশ্য়াল মিডিয়াতেও কেকেআর সমর্থকরা মঈনকে একাদশে দেখলেই এখন জয়ের আশা দেখা শুরু করে দেন। আবার মঈনকে না দেখলে তখনই টিম ম্যানেজমেন্টের সমালোচনায় মুখর হন সবাই। শুক্রবার স্পেনসার জনসনকে বসিয়ে সিএসকের বিরুদ্ধে মঈন আলি খেলানো হয়েছিল। টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখেন অভিজ্ঞ ইংরেজ অলরাউন্ডার। নিজের ৪ ওভারের স্পেলে ১টি মেডেন দিয়ে মাত্র ২০ রানের বিনিময়ে ১ উইকেটও তুলে নেন তিনি। ক্রিজে সেট হতে চলা ডেভন কনওয়েকে ফিরিয়েছিলেন মঈনই। তবে ম্য়াচের পর নিজের পারফরম্য়ান্সের থেকে বেশি করে মঈনের মুখ শোনা গেল কেকেআরের দুই রহস্য স্পিনার সুনীল নারাইন (Sunil Narine) ও বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) কথা।
সিএসকের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠ চিপকে স্পিন আক্রমণেই ধোনি বাহিনীকে হারিয়ে দিয়েছে অজিঙ্ক রাহানের কেকেআর। সেই জয়ে মুখ্য ভূমিকা নিয়েছেন নারাইন, বরুণ ও মঈন। তিনজনে মিলে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। তাঁর মধ্যে নারাইন ৩ উইকেট ও বরুণ ২ উইকেট নেন। নিজের ৪ ওবারের স্পেলে মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন ক্যারিবিয়ান তারকা। পরে ব্যাট হাতে ১৮ বলে ঝোড়ো ৪৪ রানের ইনিংসও খেলেন নারাইন। যার জন্য় ম্য়াচের সেরাও তাঁকে নির্বাচিত করা হয়। অন্য়দিকে বরুণ চক্রবর্তী নিজের ৪ ওভারের স্পেলে ২২ রান খরচ করে ২ উইকেট নেন। ম্য়াচের পর মঈন বলেন, ”উল্টোদিকে দুজন বাঁহাতি ব্যাটার ছিল ওপেনিংয়ে চেন্নাইয়ের। যা আমাকে পাওয়ার প্লে-তে কিছুটা সুবিধে করে দিয়েছে। এছাড়া রিঙ্কু যেভাবে ডাইভ দিয়ে বাউন্ডারিটা বাঁচালো তা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছিল। বেশি গতি দিতে চাইনি বলে। চেষ্টা করছিলাম স্পিন যত বেশি করানো যায়।”
এরপরই ইংল্যান্ড তারকা আরো বলেন, ”আমি মনে করি সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী অসাধারণ। বিশেষ করে সুনীলের কথা আমাকে বলতেই হবে। ওঁদের খেলা মাঝের ওভারগুলোতে খুবই চাপের যে কোনও ব্যাটারের পক্ষে। আমার লক্ষ্যই থাকে যে শুরুতে কিছুটা চাপে ফেলে দেওয়া প্রতিপক্ষের টপ অর্ডারকে। এছাড়া ওঁদের থেকে প্রতিমুহূর্তে শেখার চেষ্টা করছি। পিচ যা ছিল, তাতে সব বল স্পিন না হলেও ব্যাটারের মনে সন্দেহ আসতই। আর তাতেই বোলারদের সুবিধে হয়েছে।”
আরও পড়ুন: আদৌ আউট ছিলেন? নাইটদের বিরুদ্ধে ধোনির আউট নিয়ে শুরু বিতর্ক
আরও দেখুন