মুম্বই: সঞ্জনা গণেশান। জনপ্রিয় ক্রিকেট সঞ্চালিকা। ক্রিকেটের যে কোনও অনুষ্ঠানে সঞ্চালিকার ভূমিকায় দেখা যায় তাঁকে। তবে সঞ্জনার আরও একটা পরিচয় আছে। তিনি ভারতীয় দলের তারকা ক্রিকেটার জসপ্রীত বুমরার স্ত্রী। আইপিএলে বুমরা মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন বর্তমানে। দল দুর্দান্ত ফর্মে রয়েছে। কিন্তু ক্ষোভে ফেটে পড়লেন সঞ্জনা। তার কারণ, সোশ্য়াল মিডিয়ায় তাঁদের ছোট দেড় বছরের ছেলেকে নিয়ে ভুলভাল মন্তব্য। যা কোনওভবেই মেনে নিতে পারছেন না সঞ্জনা। ঠিক কী হয়েছে? আসুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক – – –
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সে বনাম লখনউ সুপারজায়ান্টসের ম্য়াচ ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্য়াচে ৫৪ রানে জয় ছিনিয়ে নেয় মুম্বই। জসপ্রীত বুমরা একাই ৪ উইকেট নেন। চোট সারিয়ে ২২ গজে ফেরার পর এটাই বুমরার সেরা পারফরম্য়ান্স। ম্য়াচ দেখতে ছেলেকে নিয়ে মাঠে উপস্থিত ছিলেন সঞ্জনা। বুমরার ও মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যে চিৎকার করে গলা ফাটিয়ে সমর্থনও জানান সঞ্জনা। বিশেষ করে বুমরা যখন চতুর্থ উইকেট নেন, তখন গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম সোচ্চার হয়েছিল। ক্যামেরা স্বাভাবিকভাবেই সঞ্জনা ও তাঁর পুত্রের দিকে তাক করে। তখন দেখা যায় যে অঙ্গদ ভাবলেশহীন ভাবে মায়ের কোলে বসে আছে। আসলে দেড় বছরের ছোট্ট অঙ্গদের তো এতকিছু বোঝার বয়সই হয়নি এখনও। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই তিন, চার সেকেণ্ডের ক্লিপটিই ভাইরাল করে দেওয়া হয়। আর সঙ্গে তাতে অত্যন্ত বাজে বাজে মন্তব্যও করা হয়।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন সঞ্জনা। সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে তিনি লেখেন, ”জসপ্রীত ও আমি সর্বদা চেষ্টা করে যাই যে সোশ্য়াল মিডিয়ায় থেকে অঙ্গদকে যত দূরে রাখতে পারব। আমি বিশ্বাস করি এই সোশ্য়াল মিডিয়াটি খুবই নেতিবাচক একটি প্ল্যাটফর্ম। আমাদের ছেলে কখনওই আপনাদের বিনোদনের কারণ হতে পারে না। ক্যামেরা ভরা ক্রিকেট স্টেডিয়ামে একটি শিশুকে নিয়ে আসার পরিণতি কী হতে পারে, তা বুঝে গেলাম। তবে আপনারাও বুঝুন যে আমি ও অঙ্গদ শুধুমাত্র জসপ্রীতকে সমর্থন করতেই মাঠে গিয়েছিলাম।”
সঞ্জনা আরও বলেন, ”আমাদের কোনও ইচ্ছে নেই অঙ্গদকে ভাইরাল করার। তাঁকে সোশ্য়াল মিডিয়ায় কন্টেন্ট হিসেবে তৈরি করার। তাঁকে নিজে কোনও অহেতুক খবর হোক, শিরোনাম হোক আমরা একদমই চাইব না কখনও। একটা দেড় বছরের বাচ্চাকে নিয়ে নানারকম মন্তব্য় করা হচ্ছে। কেউ জানেন না আমাদের জীবনের সম্পর্কে। আমার বাচ্চার সম্পর্কে। অথচ ভুল মন্তব্য ছড়িয়ে যাচ্ছে। এটা দয়া করে করবেন না।” সঞ্জনার এই ইনস্টা স্টোরি নিজের প্রোফাইলেও পোস্ট করেছেন জসপ্রীত বুমরা।
আরও দেখুন