<p style="text-align: justify;"><strong>হায়দরাবাদ:</strong> মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে রাখেনি। ছেড়ে দিয়েছিল। নিলামে উঠেছিলেন। সেখান থেকেই সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে দলে নিয়ে নেয়। প্রথম ম্য়াচেই সুযোগ পেয়েছিলেন। তবে ওপেনিংয়ে নয়, তিন নম্বর পজিশনে ব্যাট করতে এসেছিলেন। আর সেখানে নেমেই ৪৫ বলে ঝোড়াে শতরানের ইনিংস খেললেন ঈশান কিষাণ। নিজের নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজির জার্সিতে প্রথম ম্য়াচে খেলতে নেমেই নিজের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> কেরিয়ারের প্রথম শতরানটি হাঁকিয়ে ফেললেন রাঁচির তরুণ। যা দেখে রীতিমত তরুণ ব্যাটারের ফ্যান হয়ে গিয়েছেন প্রাক্তন ভারতীয় অফস্পিনার হরভজন সিংহ।</p>
<p style="text-align: justify;">রবিবারের প্রথম আইপিএল ম্য়াচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে এবারের আইপিএল অভিযান শুরু করেছিল সানরাইজার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন রাজস্থানের গতকালের ম্য়াচের অধিনায়ক রিয়ান পরাগ। যদিও দলের বোলাররা তা কাজে লাগাতে পারেননি। সানরাইজার্স রেকর্ড ২৮৬ রান বোর্ডে তুলে নিয়েছিল। ওপেনিংয়ে অভিষেক শর্মা ও ট্রাভিস হেড মিলে দলের হাল ধরেন প্রথমে। অভিষেক ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন ঈশান। শুরুতে একটু স্লথ খেলছিলেন। কিন্তু হেড উল্টোদিকে চালিয়ে খেলতে থাকায় চাপ মুক্ত হয়ে হাত খোলেন ভারতীয় উইকেট কিপার ব্যাটারও। প্রথম ২৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন। পরের ২০ বলে শতরান পূরণ করেন। হরভজন রবিবার মুম্বই চেন্নাইয়ের বিরুদ্ধে হারের পর হরভজন বলছেন, ”আমার মনে হয় মুম্বই একদিনে দুবার হারল। একটি চেন্নাইয়ের বিরুদ্ধে ম্য়াচ হারল। আর ঈশানকেও তাঁরা হারাল। ঈশান এই দলের জার্সিতেই এতগুলো বছর ধরে খেলে আসছিল। ওর মত ব্যাটার যে কোনও দলের সম্পদ। সানরাইজার্সের জার্সিতে যেই ইনিংসটি খেলল ও, তা এককথায় অসাধারণ।”</p>
<p style="text-align: justify;">কিংবদন্তি ভারতীয় অফস্পিনার আরও বলেন, ”সানরাইজার্স হায়দরবাদ শিবির এমনিতেই খুবই ভয়ঙ্কর একটা দল। ঈশান এই দলে এসে দলের ভারসাম্য আরও বাড়িয়ে দিয়েছে। নিজের ইনিংস খেলে নিজের ফ্যানবেস ও নিজেই বানিয়ে নিচ্ছে।”</p>
<p style="text-align: justify;">এদিকে, রাজকীয় ইনিংস খেললেও ঈশানের চোট নিয়েই চিন্তা বেড়েছে হায়দরাবাদ শিবিরের। ঘটনাটি ঘটে রবিবার রাজস্থানের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারে। ওভারের শেষ বলে বাউন্ডারি আটকাতে যান ঈশান। অ্যাডাম জাম্পার শর্ট বলে ডিপ স্কোয়ার লিগের দিকে শট মারেন শুভম দুবে। বলটিকে বাউন্ডারি পার করা থেকে রুখতে ছোটেন ঈশান। তবে তাঁর হাঁটু স্লাইড করার সময়ই মাঠের সঙ্গে জোরে ধাক্কা খায়। তারপরে উঠতেই পারছিলেন না ঈশান। মাঠের বাইরে দীর্ঘক্ষণ কার্যত পড়েছিলেন তিনি। তাঁর চোট পরীক্ষা করে দেখেন সানরাইজার্স ফিজিও। এই ঘটনাটিই সানরাইজার্স অনুরাগীদের মনে উদ্বেগের সঞ্চার করে।</p>
Source link
ঝোড়ো শতরানে রাজস্থান রয়্যালসকে নয়, মুম্বইকেও কী হারিয়ে দিলেন ঈশান?
